হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে মানব কল্যান ও সমাজ সেবায় অবদানের জন্য চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা রাজা-আয়শা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা , রাজ এ্যাসেট লিমিটেডের চেয়ারম্যান ও তরুন রাজনৈতিক ইলিয়াছ কাঞ্চন চৌধুরীকে “নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি পদক-২০১৫” প্রদান করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকার শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী ভিআইপি সেমিনার হলে সরকারের রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক এড্ভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ। বিশেষ অতিথি ছিলেন এড্ভোকেট উম্মে রাজিয়া কাজল এমপি, হাজী রহিম উল্লাহ এমপি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন কামরান প্রমুখ। পুরস্কার পাওয়ার পর অনুভুতি জানতে চাইলে ইলিয়াছ কাঞ্চন চৌধুরী জানান, আল্লাহ যাকে সম্মান দেন তার কাছ থেকে কেউ সম্মান কেড়ে নিতে পারে না, আজ তার প্রমাণ হল। আমার এই পুরস্কার প্রাপ্তির পিছনে যার বিশেষ অবদান তিনি হলেন আমার অভিভাবক, গণমানুষের নেতা, ডিজিটাল রাঙ্গুনিয়ার রূপকার, বাংলাদেশের অহংকার সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের। যার দিক নির্দশনা ও আদেশ আমাকে এগিয়ে যেথে সাহায্য করে, প্রয়োজনে পাশে থেকে সাহস দেন। তাই উনাকে ধন্যবাদ। আমি কৃতজ্ঞ রাঙ্গুনিয়ার আওয়ামীলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও বিশেষ করে যুবলীগ, যারা আমার সাথে রাজপথে থেকে এগিয়ে যেতে অনুপ্রেরনা দেয়, জনসেবায় পাশে থেকে যারা আমাকে সাহায্য করে, আশা করি, আমার প্রাপ্তিটা ওদের প্রাপ্তি, কারন আমি দলের বাইরে নয় দলের সব নেতা কর্মীকে জানাই ধন্যবাদ। যারা ভোগদখলে মেতে আছেন তাদেরকে অনুরোধ করব ভোগদখল ছাড়েন, মানব সেবা করেন, জনগনকে ভালবাসেন গরীবদের সহায়তায় এগিয়ে আসুন।
Subscribe to:
Post Comments (Atom)