রাঙ্গুনিয়ায় যুবলীগের শোক দিবসের আলোচনা সভায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শাহীন
“বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতা একই সূত্রে গাঁথা”
জগলুল হুদা, রাঙ্গুনিয়া : ৭৫ সালের ১৫ আগস্ট জাতির জন্য এক কলংকজনক অধ্যায়। সেদিন জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে ঘাতকরা মনে করেছিল দেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে যাবে। সেদিন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিকেও ঘাতকরা রেহাই দেয়নি। ১৫ আগস্ট শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলকে সুসংগঠিত করেছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে।
জগলুল হুদা, রাঙ্গুনিয়া : ৭৫ সালের ১৫ আগস্ট জাতির জন্য এক কলংকজনক অধ্যায়। সেদিন জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে ঘাতকরা মনে করেছিল দেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে যাবে। সেদিন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিকেও ঘাতকরা রেহাই দেয়নি। ১৫ আগস্ট শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলকে সুসংগঠিত করেছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে।
বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতা একই সূত্রে গাঁথা। বুধবার (৩১ আগস্ট) রাঙ্গুনিয়া থানা সদর সোহাগ কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া যুবলীগের বিশাল শোক র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সম্পাদক মনজুরুল আলম শাহীন একথা বলেন।
রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজুর সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখর বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম.এম. রাশেদুল আলম, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক স্বজন কুমার তালুকদার, ইদ্রিছ আজগর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সহপ্রচার সম্পাদক সিরাজুল করিম সিকদার, পৌরসভা আওয়ামী লীগ সহসভাপতি ফারুক সিকদার, উপজেলা যুবলীগের সহসভাপতি শেখ মুজিব চৌধুরী, রঞ্জন বড়–য়া, যুগ্ন সম্পাদক ইলিয়াছ কাঞ্চন চৌধুরী, মো. পারভেজ হোসেন, মোরশেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাজু সিকদার,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলম শাহ তালুকদার, চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. ওমর ফারুক, বঙ্গবন্ধু পরিষদ আবুদাবি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী, যুবলীগ নেতা মো. মহিউদ্দিন, বাবলা চৌধুরী, মাহাবুব সিকদার, মো. সফিক প্রমুখ।