রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে সোমবার অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তরজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য জামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সদস্য ডা. মো. ইউনুস, হোছনাবাদ-লালানগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সভাপতি ও সাবেক ছাত্রনেতা সিরাজুল করিম বিপ্লব, রাঙ্গুনিয়া সৌদি আরব প্রবাসী ঐক্য পরিষদ সভাপতি মোস্তফা জাহেদ হোসেন লিটন, লালানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, মাহমুদুল হাসান প্রমুখ।
হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় : রাঙ্গুনিয়ার হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল কুমার বড়–য়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ও সাবেক ছাত্রনেতা সিরাজুল করিম বিপ্লব। শিক্ষক প্রদীপ সাহার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মাহমুদুল হাসান, আইয়ুব আলী, সেকান্দর হোসেন তালুকদার, শামসুল আলম প্রমুখ।