নিজস্ব প্রতিবেদক : সাবেক পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ভুমির দাম বেড়ে যাওয়ায় ভুমি সংক্রান্ত বিরোধ দিন দিন বেড়েই চলেছে। নিজ ভূমির দখলে নিতে সাধারন মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। ভূমি অফিসকে ঘিরে সক্রিয় রয়েছে একটি চক্র। ভুমি কর্মকর্তা পরিবর্তন হলেও চক্রটি সক্রিয় থেকে যায়। নামজারি কিংবা বিভিন্ন কাজে ভুমি অফিসে অনিয়ম হচ্ছে অভিযোগ পাচ্ছি তবে শতভাগ স্বচ্ছ প্রশাসন করা কঠিন। এ বিষযে সবাইকে সতর্ক থাকতে হবে। ভুমি অফিসের তহশিলদারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গুরুতর। তাদেরকে দ্রুত বদলির ব্যবস্থা নেয়া হবে। কালিন্দিরানী সড়ক ও মরিয়ম নগর চৌমুহনী সড়কের দ্রুত সংস্কার কাজ শুরু হবে। রাঙ্গুনিয়ার উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলেছে। উন্নয়ন কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে হবে। রাস্তাঘাট সড়কসহ বিভিন্ন উন্নয়ন কাজের গাফলতি ঠিকাদারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। গত শনিবার (৩১) রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র খলিলুর রহমান চৌধুরী, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন, রেহেনা আখতার বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল ইসলাম , আওয়ামী লীগ নেতা শাহ্জাহান সিকদার, এমপি প্রতিনিধি আসলাম খাঁন, লোকমানুল হক, , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা, মুক্তিযোদ্ধা ,কমান্ডার খায়রুল বশর মুন্সি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে ইদ্রিছ আজগর, ফজলুল কবির গিয়াসু, পেয়ারুল হক চৌধুরী স্বপন, শহীদুল্লাহ চৌধুরী , শাহ আলম তালুকদার, রহিম উদ্দিন চৌধুরী , মির্জা নাজিম উদ্দিন খোকন, মো. সেলিম, জাহেদুল আলম তালুকদার, নাসির উদ্দিন সেলিম, নুরুল আজিম।
Subscribe to:
Post Comments (Atom)