বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সুবিধা এখন রাঙ্গুনিয়া পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ে



জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)  : রাঙ্গুনিয়া পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা অনুমোদিত হয়েছে। যেকোন বয়সের শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান থেকে এখন ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে নবম-দশম শ্রেণিতে ভর্তি হয়ে এসএসসি পরীক্ষা পর্যন্ত শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে। মাসে মাত্র ২ শুক্রবারে ১ বছরে মোট ২০টি শ্রেণি কার্যক্রমে অংশ নিতে হবে। আর এতেই অংশ নেওয়া যাবে এসএসসি পরীক্ষায়। তবে এক্ষেত্রে অষ্টম/জেএসসি/জেডিসি/সমমান শ্রেণি পাশ শিক্ষার্থী হতে হবে। 
পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমন্বয়কারী এবিএম গোলাম নুর জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এস.এস.সি প্রোগ্রামে অংশ নিতে পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে। ছাত্র-ছাত্রী উভয়ই এই ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত। তিনি আগ্রহীদের বিস্তারীত তথ্যের জন্য বিদ্যালয় চলাকালীন সময়ে অফিসে কিংবা ০১৮১৭৭৪৯৫২৮/০১৮৭৪৪৬২৯২১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেন। ##


Author:

Facebook Comment