রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের কাউন্সিল ১২ মার্চ : অছাত্র প্রার্থী থাকায় তৃণমূল ছাত্রলীগে ক্ষোভ

জগলুল হুদা , রাঙ্গুনিয়া : ১২ মার্চ রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলকে ঘিরে চলছে উৎসব মুখর পরিবেশ। সভাপতি সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে লবিং গ্র“পিং। প্রার্থীরা যোগাযোগ রক্ষা করে চলছে উপজেলা পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে। ধর্ণা দিচ্ছে উচ্চ পর্যায়ের নেতাদের কাছে। সম্মেলনে যোগ দিতে আসছে কেন্দ্রীয় ও জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে ছাত্রলীগের নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ থাকলেও সভাপতি সাধারন সম্পাদক পদে বিবাহিত ও অছাত্রের ছড়াছড়ি থাকায় তৃনমূল ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে নানা ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সক্রিয় ছাত্রলীগ নেতাকর্মীরা সৎ, যোগ্য , ত্যাগী ও ছাত্রত্ব রয়েছে এমন ছাত্র নেতাকে শীর্ষ পদে আনলে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ একটি শক্তিশালী ও আদর্শ ছাত্র সংগঠনে রূপ নেবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী জানান, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সভাপতি পদে ১১ জন ও সাধারন সম্পাদক পদে ৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সভাপতি পদে ওমর ফারুক, আবদুল হালিম, মো. সেলিম, মো. ইউসুফ রাজু, শিমুল গুপ্ত, আবু ছালেহ রেজভী, রাশেদুল ইসলাম রাসেল, রাকিবুল হাসান বাবু, মাহমুদুল হাসান বাদশা, জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক পদে মো. সাইফুদ্দিন, নঈমুল হক চৌধুরী, মো. নুরুল আলম, রাসেল রাসু, মঈন উদ্দিন, মুন্না আজাদ, মো. মহসিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে নিজেরাই জানিয়েছেন । মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল ৮ মার্চ। ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। প্রধান বক্তা থাকবেন সাধারন সম্পাদক এস.এম জাকির হোসাইন। সম্মেলন উদ্বোধন করবেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, সাধারন সম্পাদক আবু তৈয়ব।

উল্লেখ্য ২০১১ সালে উপজেলা ছাত্রলীগের সম্মেলন ও কমিটি গঠন করা হয়।

Author:

Facebook Comment