রাঙ্গুনিয়ায় চুলার আগুনে পুড়েছে মুরগী ফার্ম ও বসতঘর


রাঙ্গুনিয়া :: রাঙ্গুনিয়ায় চুলা থেকে আগুন ধরে মুরগী ফার্ম ও বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট পূর্বহিন্দুপাড়া নিখুঞ্জ চৌধুরী বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ফার্মের প্রায় ৫ শতাধিক মুরগী বাচ্চা ও একটি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে এলাকার জনসাধারণ এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত এলাকার রাজীব চৌধুরী বলেন, আমার নিজ বসতঘরে চুলায় রান্না করতে গিয়ে ঘরে আগুন ধরে যায়। আগুন পাশ্ববর্তি মুরগী ফার্মে ছড়িয়ে পড়লে বসতঘর ও তার সাথে লাগোয়া মুরগী ফার্ম ভষ্মিভূত হয়। তবে এলাকাবাসী যথাসময়ে এগিয়ে আসায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায় এলাকার অন্যান্য বসতঘর। প্রায় দেড় ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

Author:

Facebook Comment