দুর্বৃত্তের আগুনে পুড়ল চন্দ্রঘোনা নুর আলী শাহ’র মাজার


জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বুইজ্যা’র দোকান এলাকায় হযরত নুর আলী শাহ’র মাজারে অগ্ন্কিান্ডে মাজারের গিলাফ ও খাদেমের ঘরের খাট ও আসবাবপত্র পুড়ে গেছে।

সোমবা (২ এপ্রিল) সকাল ১১ টার দিকে এই অগ্ন্কিান্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর শত শত ভক্তরা মাজার এলাকায় বিক্ষোভ করে প্রতিবাদ করেন। এসময় রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে  গেলে পরিস্থিতি শান্ত হয়।  মাজারের খাদেম এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেছেন।

খাদেম মাওলানা আলী আহমদ বলেন, “সকালে তিনি বাজারে বের হলে কে বা কারা মাজারে আগুন দিয়ে চলে যায়। তিনি বাজার থেকে এসে দেখেন মাজার সংলগ্ন তাঁর থাকার ঘরের খাটে ও মাজারের গিলাফে আগুন জ্বলছে। পরে তিনি স্থানীয়দের জানালে এলাকার লোকজন গিয়ে আগুন নেভায়।
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন, “ ঘটনাস্থলে গিয়েছি, আগুন লাগার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

Author:

Facebook Comment