|
|
এক সময়ের সন্ত্রাসের জনপদ খ্যাত রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে এখন মাদকের আগ্রাসন বেড়েছে। যুব সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে বাঁচাতে ব্যবসা বাণিজ্য ও ঐতিহ্যের স্মারক বহণকারী রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। সোমবার (১ আগস্ট) সরফভাটাস্থ নিজ বাসগৃহে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় শেখ ফরিদ চৌধুরী বলেন, পাহাড় ও কর্ণফুলি নদী বেষ্টিত সরফভাটা ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তর করার লক্ষ্য নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায়। রাঙ্গুনিয়ার উন্নয়নের রূপকার ড. হাছান মাহমুদ এমপি’র দিকনির্দেশনায় দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা নিয়ে সরফভাটাকে একটি মডেল ইউনিয়নে উন্নীত করতে হবে। ইউনিয়নটিতে সন্ত্রাসের পদধ্বনি শোনা যাচ্ছে দাবী করে তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ক্ষেত্র বাজারে পুলিশ ফাঁড়ি পূণ ঃ স্থাপনের দাবী জানান। এছাড়া অবহেলিত গ্রামীণ সড়ক এবং মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে কাজ করা, সড়ক পথে অবৈধ মাহিন্দ্র, ট্রাক্টর চলাচল বন্ধের উদ্দ্যোগ নেয়া, মাদক নির্মুলে গ্রামে গ্রামে প্রতিরোধ কমিটি গঠন করা, শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা সহ ইভটিজিং বন্ধ ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা বাড়াতে পদক্ষেপ গ্রহন করা, সর্বোপরি দরিদ্র মানুষের সুবিচার প্রাপ্তি সুনিশ্চিত করে অপরাধ, ভূমিদস্যুতা ও সন্ত্রাস নির্মুল করতে উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান। সরফভাটার দক্ষিণাঞ্চলে উজাড় হওয়া বনাঞ্চল বিণির্মানের জন্য যথাযথ কার্যক্রম গ্রহন করা নতুন বনায়ন সৃজনে উদ্দ্যোগ নেয়া হবে এবং সরফভাটার একমাত্র খেলার মাঠ অবৈধ দখলমুক্ত করে কোমলমতি শিশু-কিশোরদের বিনোদনের ব্যবস্থা নেয়া হবে বলে তিনি বজানান। এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী, সরফভাটা ইউনিয়ন আ.লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ মাষ্টার, সাধারন সম্পাদক মো. শামসুল ইসলাম, এনায়েতুর রহিম, এমরুল করিম রাশেদ, মোহাম্মদ ইউনুছ, আবুল কালাম মেম্বার, আব্দুস সবুর, খোরশেদুল আলম সুজন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. আবু তৈয়ব, সাংগঠনিক সম্পাদক মো. হালিম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুরুল আলম, সাধারন সম্পাদক শিমুল গুপ্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
Facebook Comment