জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের দোয়া মাহফিল



প্রতিনিধি : মহান জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা সোমবার (১৫ আগস্ট)সন্ধ্যায় রাঙ্গুনিয়া থানা সদর ওহাব ছালেক মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি মো. শামসুদ্দোহা সিকদার আরজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখর বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি শেখ মুজিব চৌধুরী, যুগ্ন সম্পাদক মো. পারভেজ হোসেন, মোরশেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাজিবুল ইসলাম সাজু সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি ওমর ফারুক, যুবলীগ নেতা মো. আইয়ুব, জানে আলম, মো. আজিজ. মো. আজম, মো. হেলাল প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন সৈয়দবাড়ি জামে মসজিদের পেশ্ ইমাম মাওলানা সাখাওয়াত হোসাইন মিঞা।  আগামী ৩১ আগস্ট উপজেলা যুবলীগের উদ্যোগে শোক র‌্যালী , কাঙ্গালি ভোজ ও আলোচনা সভা বিকাল ৩ টায় রাঙ্গুনিয়া থানা সদর সোহাগ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা ১৯ আগস্ট রাঙ্গুনিয়া থানা সদর ওহাব ছালেক মার্কেট দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে আলোচনা সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

Author:

Facebook Comment