রাঙ্গুনিয়ার পদুয়া আওয়ামীলীগের ইফতার ও মিলাদ মাহফিল সম্পন্ন
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় পদুয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও মিলাদ মাহফিল পদুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হল রুমে শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।
পদুয়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহবুব আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন বাদশা। বিশেষ অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আবু জাফর, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা, অধ্যাপক রনজিত কুমার রায়, বিজন দাশ গুপ্ত, মাওলানা মনছপ আলী নঈমী, কাজী আমিনুল হক, মো. করিম উদ্দিন, মো. নাছিম উদ্দিন, মো. দিদার হোসেন পাইলট, মো. ওয়াসিম উদ্দিন প্রমুখ।