টানা বর্ষণে চট্টগ্রামের শস্য ভান্ডার রাঙ্গুনিয়ার গুমাই বিলসহ নি¤œাঞ্চল প্লাবিত : পাহাড় ধসে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ :শতাধিক বাড়ি ঘর পানির নিচে



আব্বাস হোসাইন আফতাব :
৩ দিনের টানা ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে চট্টগ্রামের বৃহত্তম শস্য ভান্ডার রাঙ্গুনিয়ার গুমাই বিল, রইস্যা বিল, তালুকদার বিল, নিশ্চিন্তাপুর বিল, তৈলা ভাঙ্গা বিলসহ রাঙ্গুনিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় ডুবে গেছে শতাধিক বাড়ি ঘর ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রবল বর্ষণে কর্ণফুলি ও ইছামতি নদীর ভাঙ্গন তীব্র আকার ধারন করছে। শনিবার (২৫ জুলাই) রাঙ্গুনিয়া পৌরসভার নোয়াগাঁও ফকিরখীল এলাকায় পাহাড় ধসে কাপ্তাই সড়কের দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। স্থানীয় এলাকাবাসী ও গাড়ী চালকদের সহায়তায় পাহাড়ের মাটি সরিয়ে নেয়ায় পরে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, ১৫টি ইউনিয়ন ও পৌর এলাকায় ফসলি জমি ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  প্রবল বর্ষনে পুকুর ডুবে মাছ ভেসে গেছে। উপজেলার নিম্নাঞ্চলের গ্রামীণ সড়ক ডুবে যান চলাচল ব্যাহত হচ্ছে। পৌরসভার ইছামতি , ব্রক্ষোত্তর, দক্ষিন পোমরা,কানুরখীল, কুলকুরমাই , পারুয়া বসাক পাড়া, পদুয়ার হরিহর, বগাবিল ,জয় নগর, দুধ পুকুরিয়া, ফলহারিয়া, বেতাগী, কোদালা, ইছামতি, ঘাটচেক, ঘাগড়া , নিশ্চিন্তাাপুর এলাকার প্রায় শতাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে।
দক্ষিণ রাজা নগরের সাংবাদিক রফিক উল্লাহ জানান, কয়েকদিনের টানা বর্ষণে অনেক বাড়ি ঘর পানির নিচে ডুবে গেছে । পুকুর থেকে অর্ধ লক্ষাধিক টাকার মাছ ভেসে গেছে। ১০ এলাকার শতক ফসলি জমি তলিয়ে গেছে । ইছামতি নদীর ভাঙ্গন তীব্র আকার ধারন করছে।
 

Author:

Facebook Comment