রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু সৈনিক লীগের কর্মী সভা অনুষ্ঠিত



রাঙ্গুনিয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কর্মী সভা উত্তর জেলার যুগ্ন আহবায়ক বখতেয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক বেলাল নুরী। উদ্বোধক ছিলেন রাজা নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মো. ইউনুছ, চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা নাছির উদ্দিন, এস.এম জমির, ওমর ফারুক চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাজু সিকদার, যুবলীগ নেতা মো. মঈনু, ছরোয়ার আলম, জানে আলম , মো. মহসিন প্রমুখ। কর্মী সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে। তাহলে সত্যিকারের দেশ গড়া সম্ভব হবে। 

Author:

Facebook Comment