রাঙ্গুনিয়ায় দুই সন্তানের জননীর আতœহত্যা



আব্বাস হোসাইন আফতাব :
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দোভাষী বাজারে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে দুই সন্তানের জননী। বুধবার (৯ সেপ্টেম্বর) পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া থানার এস.আই রাশেদুল হাসান খাঁন।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজার কর্নফুলি প্যাথলজির ৩য় তলা রনজিতের বিল্ডিংয়ে রাউজানের সুলতানপুর এলাকার অমিত দাশ (৪০) ও স্ত্রী জুলি সিকদার মুক্তা (৩০) দীর্ঘ ২০ বছর ধরে বসবাস করে আসছে। তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। এরই মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। কলহের জেরে মঙ্গলবার রাতে বাড়ির সবার অগোচরে বাসার একটি কক্ষে মুক্তা গলায় শাড়ি পেছিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আতœহত্যা করে। নিহতের স্বামী অমিত দাশের দোভাষী বাজারের অনিমা ফার্মেসী নামে একটি ঔষধের দোকান রয়েছে। 

Author:

Facebook Comment