রাঙ্গুনিয়া ডিজিটাল ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন


জগলুল হুদা,রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুইদিন ব্যাপী ডিজিটাল ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে বুধবার (৯ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলী শাহ। শিক্ষক আবু সায়েমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, বেতাগী ইউপি চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুর স্বপন, পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, শিক্ষক রহিম উদ্দিন সিকদার, বেতাগী ইউডিসি উদ্যোক্তা মো. বাবুল প্রমুখ।

Author:

Facebook Comment