রাঙ্গুনিয়ায় এক রাতে দুই মোটরসাইকেল চুরি



রাঙ্গুনিয়ায় এক রাতে দুই মোটরসাইকেল চুরি

রাঙ্গুনিয়া : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট ও  পারুয়া এলাকায় দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে সঙ্গবদ্ধ চোরের দল। শুক্রবার (২১ আগষ্ট) রাত সাড়ে ৮টায় এই চুরির ঘটনা ঘটেছে বলে জানান মোটরসাইকেল মালিকরা। এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, রোয়াজারহাটস্থ গ্যালারী এফেক্স এর মালিক মোস্তফা বদিউল খায়ের চৌধুরী লিটন তার পালসার মোটরসাইকেলটি (চট্রোমেট্রো ল-১২-৪৭৯৮) প্রতিদিনের মতো দোকানের সামনে রেখেছিলেন। দোকানের কাজ শেষে ফেরার পর দেখলেন তার মোটরসাইকেলটি নেই। চারদিকে খোজাখুজির পর না পেয়ে তিনি চুরির ব্যাপারে নিশ্চিত হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। গাড়িটির ইঞ্জিন নং- গউ২অ১১ঈ৭৭ঈঈউ-৫০০১৬ , সেসিস নং- উযুপপফ-৫৪৪১। একই কায়দায় প্রায় একই সময়ে চুরি গেছে অপর এক ডিসকোভার প্লাটিনাম মোটরচাইকেল উপজেলার পারুয়া এলাকা থেকে।
পালসার মোটরসাইকেল মালিক মোস্তফা বদিউল খায়ের চৌধুরী লিটন সকলের সহযোগিতা কামনা করে বলেন, মোটরসাইকেল সন্ধান দাতাকে উপযোক্ত পুরুস্কার প্রদান করা হবে।
চুরির ব্যাপারে রাঙ্গুনিয়া থানা পুলিশ সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল উদ্ধারের ব্যাপারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Author:

Facebook Comment