জগলুল হুদা, রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বর্ধিত সভা উপজেলার পাবলিক হলে শনিবার (২২ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা নেত্রী এডভোকেট রেহেনা আক্তারের সভাপতিত্বে ও রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সা.সম্পাাদিকা পলাশী মুৎসুদ্দীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তরজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, কোদালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদিউল আলম, উত্তরজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদিকা রাজিয়া সুলতানা দীনা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পারুয়া ইউনিয়নের মহিলা মেম্বার ও উপজেলার মহিলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক জয়শ্রী মল্লিক, সাংগঠনিক সম্পাদক আলেয়া বেগম, রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আহম্মেদ ছৈয়দ তালুকদার, মহিলা নেত্রী মেনেকা বড়–য়া, হোসনে আরা বেগম, পৌর কাউন্সিলর রেবারানী দে, প্রমুখ।