রাঙ্গুনিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে বিজয়ী হলেন যারা

জগলুল হুদা, রাঙ্গুনিয়া :  প্রথমবারের মতো চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। সারা দেশের মতো রাঙ্গুনিয়ার পোমরা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৮টি পদে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। পোমরা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট থেকে ১০ শ্রেনীর ১৪৩৭ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১১৩৭ জন ভোটার। ভোট গ্রহন শেষে ফলাফলে ৭ম শ্রেনীর ছাত্রী ইসরাত সুলতানা ৩৩৭, ছাত্র আয়াত হোসেন ২০৮, নবম শ্রেনির ছাত্র রবিন চৌধুরী ৩২৭, ৮ম শ্রেনির ছাত্র রাশেদুল ইসলাম মনির ২৯৪, ছাত্রী সাদিয়া আহমদ প্রিয়া ২৯০, দশম শ্রেনির ছাত্র নাজিম উদ্দিন ফয়সাল ২৬৬, আজিজুর রহমান ২৯৮, ৬ষ্ট শ্রেনির ছাত্রী শিউলি আকতার ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। শনিবার (০৮ আগস্ট) সকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল আলম, রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। নির্বাচনে সহযোগিতা করেন স্কুলের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মফজল আহমদ কণ্ট্রাকটর, সদস্য জোনাইদুল আলম, জাহেদুল ইসলাম, মো. ইসমাইল তালুকদার, আবদুস সবুর, জানে আলম, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ১০ম শ্রেনির মো. আজিম উদ্দিন, ৮ম শ্রেনির মুবিনুল হক ও নবম শ্রেনির মো. সাজিদ। এদিকে মাদ্রাসা পর্যায়ে বেতাগী রহমানিয়া দাখিল মাদ্রাসায়ও স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়।

Author:

Facebook Comment