ঈদ যাতায়ত ভোগান্তি : চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ৪০ স্থানে খানা খন্দক : জন দূর্ভোগ চরমে

ঈদ যাতায়ত ভোগান্তি : চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ৪০ স্থানে খানা খন্দক : জন দূর্ভোগ চরমে



আব্বাস হোসাইন আফতাব : অতি বৃষ্টি,নানা অনিয়ম ও তদারকির অভাবে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক হাজার হাজার মানুষের ভোগান্তির কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। বর্ষার অতিরিক্ত বর্ষনের কারণে সড়কের ৪০ স্থানে খানা খন্দক এখন ডোবায় পরিণত হয়েছে। ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষের দূর্ভোগের শেষ নেই। যানবাহন চলাচলে সবচেয়ে দূর্ভোগে পড়তে হয় রাঙ্গুনিয়ার পোমরা শান্তিহাট এলাকায়।  এখানে বৃষ্টির পানি জমে যান ও জন চলাচলে মারাত্বক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। 
রাঙ্গুনিয়ার গোডাউন থেকে ২০ কিলোমিটার জুড়ে রয়েছে খানা খন্দক। এছাড়া রাউজান ও হাটহাজারীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। সড়কের নিচ দিয়ে ওয়াসার পানি সরবরাহের পাইপলাইনের কাজ করার কারণে জনদূর্ভোগ চরমে উঠেছে। সড়কের দু’পাশ দখল করে আছে দোকানপাট, হকার ও ভ্রাম্যমান দোকানদারদের ব্যবসা। এছাড়াও চন্দ্রঘোনা, মরিয়মনগর চৌমুহনী, রোয়াজারহাট সহ কয়েকটি জনগুরুত্বপূর্ণ স্থানে সড়কের উপরে মাছ, মাংস ও কাঁচা বাজার বিক্রি করা হচ্ছে। গোচরা, পাহাড়তলী, নোয়াপাড়া, নজুমিয়ার হাট, ধুপপুল, গোলাপের এলাকায় যানজট লেগেই থাকে।
বাসযাত্রী আব্দুল অদুদ টিপু বলেন, প্রতি সপ্তাহে বিভিন্ন কাজে চট্টগ্রাম শহরে যাতায়াত করতে হয় । বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত সড়ক। যানবাহন চলে ঝুঁকি নিয়ে। যেকোনো সময় দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সড়কের ফুটপাত দখলের ফলে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়।
এদিকে সচেতন যাত্রীদের মতামত হাট ও দোকানপাটের কারনে সৃষ্ট যানজট নিরসনে স্থানীয় প্রতিনিধি ও হাট সংশ্লিষ্টদের নজর দেওয়া উচিৎ। এবং সড়কের পাশ হতে এসব হাট তুলে দেয়া বিশাল বড় কাজ বা দীর্ঘ সময়ের কাজ না হলেও এর সুফল লাখ লাখ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সক্ষম।
Read More

মদিনা শরীফে জঙ্গী হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

মদিনা শরীফে জঙ্গী হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : পবিত্র মদিনা শরীফ ও ঢাকার গুলশানে জঙ্গী হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা। বিক্ষোভ মিছিলটি উপজেলার থানাসদর থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রোয়াজারহাটে পথসভার মাধ্যমে শেষ হয়। উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা দিলদার হোসাইন নঈমীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা ইসলামী ফ্রন্টের অর্থ সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ করিম উদ্দীন হাছান আশরাফি, মাস্টার আব্দুল কাদের, আশরাফ উদ্দিন সরওয়ার, মো. আলমগীর হোসেন, উত্তরজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি এডভোকেট ইকবাল হাছান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এম মঞ্জুর মোরশেদ, কেন্দ্রীয় ছাত্রসেনার সদস্য শাহাদাত তানভির, উত্তরজেলা ছাত্রসেনার শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম। রাঙ্গুনিয়া উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক মো. মোজাহেদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা আলতাফ হোসেন, আহমুদুল হক, মকসুদুল আলম, উপজেলা ছাত্রসেনার সভাপতি মো. ছানাউল্লাহ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, জঙ্গী সন্ত্রাসীদের কোন ধর্ম নেই। এদের পরিচয় শুধু সন্ত্রাসী। ধর্মের নাম দিয়ে সাধারণ জনগণকে জিম্মি করে যারা ইসলাম কায়েমের নামে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত তারা দেশ ও মানবতার শত্র“। বক্তারা মদিনা শরীফ ও ঢাকা গুলশানে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়িদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।

Read More

সরকারী সফরে শ্রীলঙ্কায় যাচ্ছেন জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা রাঙ্গুনিয়ার পাতা

সরকারী সফরে শ্রীলঙ্কায় যাচ্ছেন জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা রাঙ্গুনিয়ার পাতা
রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রাম জেলা পর্যায়ে ও দুইবার উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষিকা রাঙ্গুনিয়ার নূরজাহান বেগম পাতা সরকারী সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন। শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ার স্বীকৃতি স্বরূপ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তাকে সরকারীভাবে শ্রীলঙ্কা সফরের জন্য মনোনীত করা হয়। গত ১৯ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারী কে.এম রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই সফরের বিষয় জানানো হয়। সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত ১৪ শ্রেষ্ঠ শিক্ষিকার মধ্যে চট্টগ্রাম থেকে তিনিই একমাত্র সফরকারী। তিনি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের নটুয়ার টিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। রাঙ্গুনিয়া পৌরসভা সৈয়দবাড়ী এলাকার মেয়ে প্রকৌশলী নূরজাহান বেগম পাতা রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরী বিভাগের সিনিয়র শিক্ষক প্রকৌশলী নাসির উদ্দীনের সহধর্মীনি।
Read More

মিতু হত্যায় জড়িত রাশেদ ও নবী বন্দুক যুদ্ধে নিহত রাঙ্গুনিয়ায়

মিতু হত্যায় জড়িত রাশেদ ও নবী বন্দুক যুদ্ধে নিহত রাঙ্গুনিয়ায়
জগলুল হুদা, রাঙ্গুনিয়া : পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যায় জড়িত রাশেদ ও নবী পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) রাত ৩ টায় রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি এলাকায় গুয়েন্দা পুলিশের (ডিবি) সাথে বন্দুক যুদ্ধে তারা নিহত হয়েছে বলে পুলিশ সুত্রে সুত্রে জানা গেছে।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ও মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান সাংবাদিকদের জানায়, গোপনের সংবাদের ভিত্তিতে রাশেদ ও নবী রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি এলাকায় আছেন এমন সংবাদে ঐ এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একাটি দল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আতœরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তারা দু’জন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে রাঙ্গুনিয়া থানায় আনা হলে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়। রাশেদ ও নবী দুজনের বাড়িই রাঙ্গুনিয়ায়। আদালতের ২ আসামির দেয়া জবানবন্দিতে জানা যায়, মিতু হত্যাকান্ডে রাশেদ ও নবী জড়িত থাকার কথা উঠে আসে। নবী সরাসরি ও রাশেদ ঘটনাস্থল থেকে খুনিদের পালাতে সহযোগিতা করেছিল।
উল্লেখ্য, গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলে নেয়ার পথে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তদের কোপ ও গুলিতে নিহত হন মিতু। এ ঘটনায় তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে একটি মামলা করেন।
এদিকে বন্দুক যুদ্ধে নিহত রাশেদ শীর্ষ সন্ত্রাসী তার আপন মামা ন্যাটা জসিমের হাত ধরেই আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ করে বলে স্থানীয়রা জানায়। উপজেলার ইসলামপুর ইউনিয়নের বদিউজ্জামান তালুকদার বাড়ির আহমদ হোসেন প্রকাশ সোনা মিয়ার পুত্র রাশেদ ৫ ভাই ৩ বোনের মধ্যে দ্বিতীয়। তার অপর এক ভাই জহিরও বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং আরেক ভাই খায়রুল ইসলাম রাজানগর রাণীরহাট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং জামায়াত ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত বলে স্থানীয়রা জানান। ২০০১ সালে চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর সন্ত্রাসী রাশেদ মামা জসিমের হাত ধরে বেপরোয়া হয়ে উঠে। চাঁদাবাজি ও পাহাড়ের গাছ কেটে বন উজাড় করে রাশেদ। বিএনপির সন্ত্রাসী জসিম বাহিনীর ক্যাডার হিসেবে এলাকায় পরিচিতি পায়। মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা রাশেদ ২০০৩ সালের ইউপি নির্বাচনের পর মামার সাথে একে-৪৭ রাইফেলসহ আটক হয় পুলিশের হাতে। দীর্ঘদিন জেলে থাকার পর জামিনে বেরিয়ে এসে ২০১২ সালের ১১ আগস্ট গভীর রাতে রাশেদ ও তার সহযোগীরা কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাশেদ মিয়া চৌধুরীকে। ২০১২ সালের ২৭ আগস্ট রাঙ্গুনিয়া থানার পুলিশ কক্সবাজারের চকরিয়া উপজেলার কড়িয়ারঘোনা থেকে তাকে আটক করে জেলে পাঠায়। কিছুদিন পর জামিনে বেরিয়ে আসে ঠা-া মাথার কিলার রাশেদ। ২০১৪ সালের ২৩ জানুয়ারি রাতে রাণীরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ি জাহাঙ্গীর আলম তালুকদারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ছাত্রলীগ নেতা রাশেদ মিয়া চৌধুরী ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি খুনি রাশেদ। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর অনেকটা আত্মগোপনে থাকা রাশেদ ভাড়াটে খুনি হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ে অংশ নেয় বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। কয়েক বছর ধরে সন্ত্রাসী রাশেদ চট্টগ্রাম শহরে বসবাস করছে পুলিশের সোর্স মুছা সিকদার ও মামা জসিমের শেল্টারে। নগরীর বহদ্দারহাট ও কালামিয়া বাজার এলাকায় এই সন্ত্রাসী চক্রের আস্তানা বলে পুলিশ জানায়। তারা ইয়াবা ও অস্ত্র চোরাচালানের ব্যবসার সাথেও জড়িত। প্রতিপক্ষ সন্ত্রাসীদের রোষানলে পড়ার ভয়ে রাশেদ ও ওয়াসিমরা রাঙ্গুনিয়ায় প্রয়োজন ছাড়া পা বাড়ায় না। যদিও যায় অতি গোপনেই তারা কাজ সেড়ে দ্রুত এলাকা ত্যাগ করে। চট্টগ্রাম শহরে বসবাস করলেও রাশেদরা এলাকায় নিয়মিত চাঁদাবাজি করে। শহরেই এসব চাঁদা পৌঁছে দেয় সতীর্থরা। মুছা সিকদারের মাধ্যমেই পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডে রাশেদ অংশ নেয় বলে ধারনা করা হচ্ছে। ২টি খুন, ১টি অস্ত্র ও ডাকাতিসহ তার বিরুদ্ধে অর্ধ ডজনের মতো মামলা বিচারাধীন আছে বলে রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়।
অপরদিকে সন্ত্রাসী আবদুল নবী বিভিন্ন অপরাধ করে ঘটনার কোন প্রমাণ রাখে না বলে তার খ্যাতি আছে রাঙ্গুনিয়ার সন্ত্রাসী জগতে। এজন্য বেশ কয়েকটি সন্ত্রাসী কর্মকান্ডে সাথে জড়িত থাকার পরও তাকে কেউ মামলার আসামি করতে পারেননি। ঘটনার পরই সে নাকি সাধারণ মানুষের মাঝে সহজে মিশে যেতে পারে। মূলত ভয়ংকর খুনি মো. ওয়াসিমের হাত ধরেই অপরাধ জগতে আবদুল নবীর যাত্রা। দুই জনের জন্ম ও বসবাস একই পাড়ায়। এলাকায় চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত আবদুল নবী। অহরহ অপরাধ করলেও তার বিরুদ্ধে থানায় কোন মামলা নেই। কখনো গ্রেপ্তারও হয়নি এই সন্ত্রাসী। তবে রাঙ্গুনিয়া থানার অপরাধীদের তালিকায় উঠতি সন্ত্রাসী হিসেবে নাম আছে তার। তার বিরুদ্ধে এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করার অভিযোগ আছে। বিয়ে করেছে দুইটি। বোয়ালখালী উপজেলার মিলিটারিপোল এলাকা থেকে করা প্রথম স্ত্রীকে ডিভোর্স করেছে মৌখিকভাবে। তার সাথে এখন আর সম্পর্ক নেই। দ্বিতীয় স্ত্রীর সাথেই তার বসবাস। রাঙ্গুনিযার দক্ষিণ রাজানগর ইউনিয়নের পূর্ব গলাচিপা গ্রামের মুন্সি মিয়ার পুত্র আবদুল নবী বছরখানেক আগে একই এলাকার এক ট্যাক্সি চালককে গলায় ছুরিকাঘাত করে ট্যাক্সি ছিনতাইয়ের চেষ্টা করে। পরে এলাকার লোকজনের ধাওয়া খেয়ে ট্যাক্সি ফেলে পালিয়ে যায়। এঘটনার পর গুরুতর আহত ট্যাক্সি চালক শাহেদের ভাই মামলা করার চেষ্টা করেও সন্ত্রাসীদের ভয়ে বিরত থাকেন। সন্ত্রাসী আবদুল নবীকে ধরতে এলাকার লোকজন মানববন্ধনও করেন। স্থানীয় লোকজন জানান, ট্যাক্সি ছিনতাই চেষ্টার পর চালক শাহেদের বাড়িতে গিয়ে আবদুল নবী, ওয়াসিম ও রাশেদসহ সন্ত্রাসীরা শাহেদের বাড়িতে গিয়ে কোন ধরণের মামলা না করার জন্য সশস্ত্র হুমকি দেয়। এরপর ভয়ে তারা মামলা করেননি। সন্ত্রাসী ওয়াসিমের মাধ্যমে অপরাধ জগতে পা রাখা আবদুল নবীর সাথে সখ্যতা গড়ে উঠে পুলিশের সোর্স মুছা সিকদারের সাথে। তার মাধ্যমেই আবদুল নবী পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডে সরাসরি অংশ নেয় বলে ধারনা আইন-শৃঙ্খলা বাহিনীর। রাঙ্গুনিয়া থানার ওসি জানিয়েছেন সন্ত্রাসী আবদুল নবীর বিরুদ্ধে থানায় কোন মামলা না থাকলেও উঠতি সন্ত্রাসী হিসেবে সে পুলিশের কড়া নজরে ছিল।


Read More