জগলুল হুদা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা হযরত নূরআলী শাহ্ (রঃ) স্মৃতিসংসদের উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে সুন্নী সম্মেলন বুধবার (২৬ অক্টোবর) রাতে নূরআলী শাহ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া নুরুল উলুম ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জরিফ আলী আরমানীর সভাপতিত্বে মাহফিলে উদ্ধোধক ছিলেন চন্দ্রঘোনা মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদ্রাসার সিনিয়র ক্বারী হাফেজ মাওলানা আব্দুল মান্নান। ইসলামিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ঢাকা মুহাম্মদপুর কাদেরীয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দেস হাফেজ মুনিরুজ্জামান আলকাদেরী, রাউজান দারুল ইসলাম ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আহমদুল্লাহ ফোরকান খান আলকাদেরী, রাউজান উত্তর সর্ত্তা গাউছিয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক শায়ের মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ আলকাদেরী, চন্দ্রঘোনা মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসার সিনিয়র মুদাররিস মাওলানা মুহাম্মদ বেলাল সিকদার, হযরত নূরআলী শাহ (র:) জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলী আহমদ প্রমুখ। মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান হযরত ইয়াছিন শাহ কলেজের অধ্যাপক মুহাম্মদ লোকমান সিকদার। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন হযরত ইমাম শেরে বাংলা স্মৃতি সংসদ।