রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রাম জেলা পর্যায়ে ও দুইবার উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষিকা রাঙ্গুনিয়ার নূরজাহান বেগম পাতা সরকারী সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন। শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ার স্বীকৃতি স্বরূপ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তাকে সরকারীভাবে শ্রীলঙ্কা সফরের জন্য মনোনীত করা হয়। গত ১৯ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারী কে.এম রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই সফরের বিষয় জানানো হয়। সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত ১৪ শ্রেষ্ঠ শিক্ষিকার মধ্যে চট্টগ্রাম থেকে তিনিই একমাত্র সফরকারী। তিনি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের নটুয়ার টিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। রাঙ্গুনিয়া পৌরসভা সৈয়দবাড়ী এলাকার মেয়ে প্রকৌশলী নূরজাহান বেগম পাতা রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরী বিভাগের সিনিয়র শিক্ষক প্রকৌশলী নাসির উদ্দীনের সহধর্মীনি।
Subscribe to:
Post Comments (Atom)