আব্বাস হোসাইন আফতাব/ জগলুল হুদা, রাঙ্গুনিয়া : চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে বৃহষ্পতিবার (৩ ডিসেম্বর) শেষ সময় পর্যন্ত ৮ জন মেয়র, ৪০ জন সাধারন কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। মেয়র পদে যারা ফরম জমা দিয়েছেন - আওয়ামী লীগের প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার, স্বতন্ত্র থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বিএনপি’র প্রার্থী পৌরসভা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন শাহ, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা নুরুল আমিন,
ফ্রন্ট থেকে পৌরসভা ইসলামী ফ্রন্টের আহবায়ক আবদুর রহমান জামী, স্বতন্ত্র থেকে পৌরসভা আওয়ামী লীগের সদস্য ইমাম হোসেন, মোজাম্মেল হক, মফিজুল ইসলাম। সাধারন কাউন্সিলর প্রার্থীরা হলেন ১ নং ওয়ার্ড থেকে জালাল উদ্দিন, আনোয়ার আহম্মদ, দিদারুল আলম, ২ নং ওয়ার্ড থেকে আবদুল ছাত্তার, মো. নাছের, নুরুল আবছার, ৩ নং ওয়ার্ড থেকে নুর মো. আজাদ, ওসমান গনি, মো. মুছা, সিরাজুল ইসলাম, মাহাবুব আলম, জাহাঙ্গীর আলম, ৪ নং ওয়ার্ড থেকে মো. নজরুল ইসলাম, মো. আইয়ুব, মোহাম্মদ নজরুল ইসলাম, ৫ নং ওয়ার্ড থেকে আবদুর রশিদ, আবদুল শুক্কুর, মো. সেলিম, মো. আলমগীর, জমির হোসেন, মনছুরুল আলম, ৬ নং ওয়ার্ড থেকে জমির হোসেন, মোহাম্মদ মুছা, আসাদুজ্জামান খাঁন, মো. হারুন, ৭ নং ওয়ার্ড থেকে মোক্তার হোসেন, তারেকুল ইসলাম চৌধুরী, আবদুস সামাদ খাঁন, সোলেমান চৌধুরী, মো. আকবর শাহ চৌধুরী, ৮ নং ওয়ার্ড থেকে এনাম উদ্দিন আইয়ুব, কপিল উদ্দিন সিকদার, মো. জাফর ইকবাল, মো. ইস্কান্দর মিয়া, সৈয়দ মো. ইফতেখার আলম, আশীষ বড়–য়া, ৯ নংওয়ার্ড থেকে জসিম উদ্দিন, মো. আবদুল জব্বার, লোকমানুল হক তালুকদার, আনোয়ারুল ইসলাম। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যারা ফরম জমা দিয়েছেন- ১,২,৩ নং ওয়ার্ড থেকে জেসমিন আকতার, রহিমা বেগম, মদিনা বেগম, মঞ্জুরা বেগম, গোলতাজ বেগম, হালিমা বেগম। ৫,৬,৭ নং ওয়ার্ড থেকে রেবা রানী দে, ইয়াসমিন আকতার, নিলু আকতার ৪, ৮,৯ নং ওয়ার্ড থেকে নুর জাহান বেগম, নাসিমা আকতার, মেনেকা বড়–য়া।