জসিম উদ্দিন তালুকদার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত



রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম সৈয়দ আহমেদ বি.কম’র জৈষ্ঠ্য পুত্র জসিম উদ্দিন তালুকদারকে সভাপতি করে ১০ সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমোদন দিয়েছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম স্বাক্ষরিত পত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও সাধারণ অভিভাবক সদস্য পদে আব্দুল কুদ্দুস, আলমগীর হোসেন, মোহাম্মদ ইলিয়াস কবির, মো. শাহ আলম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ফরিদা বেগম, সাধারণ শিক্ষক সদস্য পদে আজিজুল ইসলাম, আহমদ হোসাইন ও সংরক্ষিত মহিলা শিক্ষক পদে শুক্লা রানী শীলকে আগামী দুই বছরের জন্য নবগঠিত পরিচালনা কমিটির অনুমোদন দেয়া হয়। ##

Author:

Facebook Comment