জগলুল হুদা ■ রাঙ্গুনিয়া
সারাদেশের মতো রাঙ্গুনিয়ায় জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে ৮টি কেন্দ্রে মঙ্গলবার (১ নভেম্বর) থেকে শুরু হয়েছে। ৮টি কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮৩৯ জন। রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৩৩০ জন, শিলক উচ্চ বিদ্যালয়ে ১১৩২ জন, পদুয়া সম্মেলনী উচ্চ বিদ্যালয়ে ২৪৬ জন, রাঙ্গুনিয়া আরবিএম উচ্চ বিদ্যালয়ে ৪০৩ জন, পোমরা উচ্চ বিদ্যালয়ে ৬৮৪ জন, সুখবিলাস উচ্চ বিদ্যালয়ে ৮২১ জন, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে ৪৯৩ জন, আলমশাহ পাড়া কামিল মাদ্রাসায় ৭০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বদরুল আলম, হল সুপার মোহাম্মদ আয়ুব, স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। ##