রাঙ্গুনিয়ার সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধের অঙ্গীকার করলেন ৫’শতাধিক শিক্ষার্থী


জগলুল হুদা, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ে বাল্য বিয়ে প্রতিরোধের অঙ্গীকার করলেন ৫’শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সোনারগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই অঙ্গীকার করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আলী আহমদ। সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি জসিম উদ্দিন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অব্দুল জব্বার, একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, কবির আহমেদ, রেজাউল করিম, নূর হোসেন তালুকদার, অমিয় তোষ প্রমুখ। 

Author:

Facebook Comment