রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ায় কমিউনিটি ক্লিনিকের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা উপজেলা সিএইচসিপি(কমিউনিটি হেল্থ প্রোভাইডার) এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা সদরের ইছাখালীতে শোভাযাত্রা শেষে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোমিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ইফতেখারুল ইসলাম, চিকিৎসক সঞ্জয় দত্ত, চট্টগ্রাম জেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নঈম উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিল্টন চক্রবর্তী প্রমুখ।