রাঙ্গুনিয়ায় ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে  ফেসবুকে আপত্তিকর প্রচারণা : থানায় অভিযোগ


রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার ও উত্তরজেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাদশার বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর প্রচারণা চালাচ্ছে সংজ্ঞবদ্ধ কুচক্রি মহল।

মঙ্গলবার (৩ এপ্রিল) সংজ্ঞবদ্ধ এই চক্রের বিরুদ্ধে মাহমুদুল হাসান বাদশা বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে শিলক ইউনিয়নের মিনাগাজী টিলা গ্রামের আবদুল মুনাফ তালুকদারের পুত্র দিদারুল আলমকে বিবাধী করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৪ মার্চ থেকে বিভিন্ন নামে বেনামে ফেসবুকে আইডি খুলে স্থানীয় চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আপত্তিকর ভাষায় প্রচারনা চালাচ্ছে সংজ্ঞবদ্ধ চক্র। ফেসবুকে বিভিন্ন নামে ৮/১০টি আইডি ব্যবহার করে দুইজনের ছবি সংযোজন করে সম্মানহানিকর ভাষায় স্টেটাস দিয়ে স্যোসাল মিডিয়ায় প্রচার চালিয়ে যাচ্ছে তারা।

এরফলে ফেসবুক সহ শিলক ইউনিয়নে স্টেটাস দাতার বিরুদ্ধে ব্যাপক সমালোচনার জড় উঠে। বিভিন্ন ক্ষুদে বার্তায় কুচক্রী মহলকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন স্থানীয়রা।

শিলক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, ‘বিভিন্ন সময় জেলা, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সম্মানীয় ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে দীর্ঘদিন ধরে আপত্তিকর প্রচারণা চালাচ্ছে একদল কুচক্রি মহল। এখন সময় এসেছে তাদের চিহ্নিত করার। আমি প্রশাসনের কাছে এদের চিহ্নিত করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করছি।’


বিভ্রান্তমূলক এই স্টেটাসের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান বাদশা বলেন,  ‘ভূয়া আইডি ব্যবহার করে যারা মিথ্যা অপ্রীতিকর পোষ্ট দিচ্ছে তারা হয় পাগল না হয় কারো ইশারায় সম্মানহানি করতেই এই কাজ চালাচ্ছে। মিথ্যার আশ্রয় নিলে যে কারো সম্মানহানি করা যায় না, সেটা ইতিমধ্যেই প্রমাণ হয়েছে। প্রচারকারী একজন মুখোশ পরা শয়তান, সেটা তার কর্মকান্ডে সাধারণ মানুষের কাছে পানির মত পরিস্কার হয়ে গেল।’


ইউপি চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগ সদস্য নজরুল ইসলাম তালুকদার বলেন, ‘চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করেছি। একদিকে উন্নয়ন অন্যদিকে এসবের বিরুদ্ধে অবস্থান নেয়ায় অন্যায়কারী দল বিপাকে পড়ে যায়। তাই এই ধরণের মিথ্যা প্রচারণার আশ্রয় নিয়েছে তারা। এসব কারা করেছে তা চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে ইতিমধ্যেই প্রশাসনের কাছে জানানো হয়েছে। আশাকরি খুব শীঘ্রই তাদের মুখোশ উম্মোচন হবে।’

Author:

Facebook Comment