রাঙ্গুনিয়ার সাংবাদিকদের সাথে কর্ণফুলি ডায়াগ্নষ্টিক সেন্টার কর্তৃপক্ষের মতবিনিময়

 পৌরসভা প্রতিনিধি : পাক্ষিক রূপসী রাঙ্গুনিয়াসহ বিভিন্ন দৈনিকের সাংবাদিকদের সাথে রাঙ্গুনিয়ার রোয়াজার হাট কর্ণফুলি ডায়াগনষ্টিক সেন্টার কর্তৃপক্ষের মতবিনিময় সভা বুধবার (৫ অক্টোবর) ডায়াগনষ্টিক সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কর্ণফুলি ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) ও বঙ্গবন্ধু পরিষদ আবুদাবি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল হোসেন চৌধুরী, এম.ডি মো. আনিস উদ্দীন , পরিচালক সালাউদ্দিন পারভেজ, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রূপসী রাঙ্গুনিয়া পত্রিকার প্রধান সম্পাদক ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি জিগারুল ইসলাম জিগার, সম্পাদক ও দৈনিক পূর্বদেশ/সমকাল পত্রিকার প্রতিনিধি মাসুদ নাসির, প্রকাশক ও দৈনিক আজাদী প্রতিনিধি আকাশ আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক যুগান্তর/চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি আব্বাস হোসাইন আফতাব, সহ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক/প্রিয় চট্টগ্রাম প্রতিনিধি জগলুল হুদা, দৈনিক মানবকন্ঠ/সাঙ্গু প্রতিনিধি আরিফুল হাসনাত। সাংবাদিকরা মতবিনিময় সভাশেষে কর্ণফুলি ডায়াগনষ্টিক সেন্টারের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। এসময় কর্তৃপক্ষ সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান।

Author:

Facebook Comment