জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের নতুন কুড়ি ক্রিকেট একাদশ কর্তৃক আয়োজিত আন্ত: প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (৫ জুন) সরফভাটা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মাঠে অনুষ্টিত হয়েছে। খেলায় শেখ রাসেল ক্রিকেট একাদশ, আসিফ স্মৃতি ক্রিকেট সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এতে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজ সেবক এস.এম কামাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক সৈয়দ নূর সওদাগর, নুরুল আবছার মেম্বার, উত্তরজেলা সৈনিক লীগের সভাপতি খোরশেদ আলম সুজন, মো.মাহাবুব আলম, আব্দুল মান্নান সওদাগর, হাসান মুরাদ, উত্তরজেলা ছাত্রলীগের ছাত্র ও বৃত্তি সম্পাদক মহির উদ্দীন মহির, ছাত্রনেতা হুমায়ুন কবির, মো.ফারুক, মো.আজাদ, মো.কামাল সওদাগর প্রমুখ।