রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে নির্বাচন সম্পন্ন



জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি : সোমবার (১৫জুন) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জন্য বরাদ্দকৃত ৫টি আসনের মধ্যে কোদালা, শিলক ও পদুয়া ইউনিয়ন জন্য নির্দিষ্ট ৫ নম্বর আসনে প্রতিদ্বন্ধি না থাকায় একমাত্র প্রার্থী হিসেবে  মনিকা তালুকদার নির্বাচিত হয়েছেন। বাকী ৪ টি আসনের জন্য সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। এতে সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ইসলামপুর, রাজা নগর ও দক্ষিন রাজা নগর ইউনিয়নের জন্য নির্দিষ্ট ১ নম্বর আসনে রুপ্না বড়–য়া, হোছনাবাদ, স্বনির্ভর রাঙ্গুনিয়া ও চন্দ্রঘোনা ইউনিয়নের জন্য নির্দিষ্ট ২ নম্বর আসনে সূচনা নাথ, মরিয়ম নগর, পারুয়া ও পৌরসভার জন্য নির্দিষ্ট ৩ নম্বর আসনে নাছিমা আকতার, সরফভাটা, পোমরা ও বেতাগীর জন্য নির্দিষ্ট ৪ নম্বর আসনে সুফিয়া আকতার নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সদস্যাদের রাঙ্গুনিয়ার বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন।


Author:

Facebook Comment