জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার ভোবানিমিল এলাকায় পাগলা কুকুরের কামড়ে মো.বাবুল (০৩) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। সে উপজেলার ভোবানিমিলের আনোয়ার আহাম্মদ মেম্বার বাড়ির দিনমজুর মো.কামালের শিশুপুত্র।
জানা যায়, শুক্রবার (১৯ জুন) বিকালে বড় ভায়ের সাথে দোকানে ইফতারি আনতে যাওয়ার সময় রাস্তায় এক পাগলা কুকুর শিশুটিকে এলোপাতাড়ি ভাবে কামড়ে শরীরের বিভিন্ন স্থানে যখম করে দেয়।
গুরুতর আহতবস্থায় উদ্বার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে।