জগলুল হুদা, রাঙ্গুনিয়া :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে শনিবার (১৬ জানুয়ারী) রাঙ্গুনিয়া পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্টান, আলোচনা সভা ও মিলাদ মাহফিল বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠতা, বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পদুয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক নাছির উদ্দিন সেলিম।
মাষ্টার মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাওলানা আব্দুল হালীম নঈমী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম গোলাম নুর, ফজলুল কাদের চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আমিনুল হক, কেএম আবসার উদ্দিন, ইকবাল হোসেন, জাহেদুল ইসলাম, মকবুল আহমদ, তপন কান্তি দাশ, উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশ, শিক্ষক সুব্রত বিশ্বাস, অঞ্জন দাশ, স্মৃতি কুমার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মিলাদ ও কিয়াম শেষে মৌলানা কেএম আবছার উদ্দিন দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।