রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – Welcome to Meghnanews21.com

রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – Welcome to Meghnanews21.com

রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : সোমবার (৪ জানুয়ারী) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রাঙ্গুনিয়া কলেজ থেকে বর্ণাঢ্য র‌্যালী শোভাযাত্রার আয়োজন করে। রাঙ্গুনিয়া ছাত্রলীগ সভাপতি মো. নাছের এর নেতৃত্বে র‌্যালীটি রাঙ্গুনিয়া কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে চট্টগ্রাম কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে পুন:রায় কলেজ প্রাঙ্গনে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এতে রাঙ্গুনিয়া কলেজ ছাত্রসংসদের নেতৃবৃন্দ ছাড়াও অংশ নেন রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কলেজ শিক্ষার্থীরা। এছাড়াও রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগ দিবসটি উপলক্ষে পৃথক আলোচনা সভার আয়োজন করে। সরফভাটা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। সরফভাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল ইসলাম সরফি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিকে সরফভাটা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত অপর এক আলোচনা সভা ইউনিয়নের সহ সভাপতি সোহেল আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সারেকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপির একান্ত সহকারী ও উপজেলা আওয়ামীলীগ নেতা এনাতুর রহিম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বি কে চৌধুরি লিটন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা সৈনিকলীগ সভাপতি খোরশেদ আলম সুজন, মাষ্টার বিমল কান্তি শীল, যুবলীগ নেতা হাসান মুরাদ, মো. দেলোয়ার, ছাত্রলীগ নেতা মো. ইমন, ওসমান গণি, মো. সাগর, মো. জিহাদ, মো. মিজান, মো. ওবাদোল্লাহ, মো. টিপু, মো. রাকিব, মো. সোহেল প্রমুখ।

Author:

Facebook Comment