রাঙ্গুনিয়ায় নৌকার বিজয়, ৯ কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত

রাঙ্গুনিয়ায় নৌকার বিজয়, ৯ কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি:: রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে শাহজাহান সিকদার নৌকা প্রতীকে ১২ হাজার ৯শ ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি’র হেলাল উদ্দিন শাহ’র প্রাপ্ত ভোট ২১৫৮। এছাড়া ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা আবদুর রহমান জামী (মোমবাতি) পেয়েছেন ৪৯১ ও স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হকের(নারিকেল গাছ) প্রাপ্ত ভোট ৮৭। ভোট কাস্ট হয়েছেন ১৬ হাজার ১ শত ২৭ ভোট। বাতিল ৪০৪ , বৈধ ভোট ১৫ হাজার ৭ শত ২৩ ভোট। ভোটের শতকরা হার ৭১.৭১%।
কাউন্সিলর পদে ৯ ওয়ার্ডে আওয়ামী লীগের সব প্রার্থীই বিজয়ী হয়েছেন। তারা হলেন ১ নং ওয়ার্ডের জালাল উদ্দিন(উট পাখি) ১১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আনোয়ার আহম্মেদ ( টেবিল ল্যাম্প) ভোট পেয়ে পেয়েছেন ২২৫। ২ নং ওয়ার্ডে নুরুল আবছার জসিম (টেবিল ল্যম্প) নিকটতম প্রতিদ্বন্ধী মো. নাছের (পাঞ্জাবী) এর প্রাপ্ত ভোট ৩৬১। ৩ নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম( ব্ল্যাকবোর্ড) ৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন মাহাবুব আলম(টেবিল ল্যাম্প) ৪০১ ভোট। ৪ নংওয়ার্ডে মো. নজরুল ইসলাম (পাঞ্জাবী) ৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন বর্তমান কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম (টেবিল ল্যাম্প) ৫৩২ ভোট। ৫ নং ওয়ার্ডে ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর মো. সেলিম(ব্রীজ), তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আবদুল শুক্কুর(উট পাখি) ৩৮৫ ভোট। ৬ নংওয়ার্ডে ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান(পাঞ্জাবী)। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. হারুন( উটপাখি) ভোট পেয়েছেন ৩৫৭। ৭ নং ওয়ার্ডে ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তারেকুল ইসলাম চৌধুরী(পাঞ্জাবী)। নিকটতম প্রতিদ্বন্ধী সোলেমান চৌধুরীর (ব্ল্যাক বোর্ড) প্রাপ্ত ভোট ৪৪২। ৮ নংওয়ার্ডে ১০২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এনাম উদ্দিন আইয়ুব(পাঞ্জাবী)। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন আশিষ বড়–য়ার(উটপাখি) প্রাপ্ত ভোট ৭৩৮। ৯ নংওয়ার্ডে লোকমানুল হক তালুকদার (উটপাখি)৭৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন জসিম উদ্দিন(টেবিল ল্যাম্প) ভোট পেয়েছেন ৬৯৩।

Author:

Facebook Comment