রাঙ্গুনিয়ার বেতাগী গার্ডবাড়ীতে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন – Welcome to Meghnanews21.com

 রাঙ্গুনিয়ার বেতাগী গার্ডবাড়ীতে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন – Welcome to Meghnanews21.com

রাঙ্গুনিয়ার বেতাগী গার্ডবাড়ীতে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

রাঙ্গুনিয়া সংবাদদাতা: রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব বেতাগী ইউনিয়নের গার্ডবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল মসজিদ প্রাঙ্গনে মঙ্গলবার (৫ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা মুহাম্মদ আব্দুল শুক্কুরের সভাপতিত্বে ও মো. কায়ছারের পরিচালনায় প্রধান মেহমান ছিলেন দরবারে-এ বেতাগী আস্তানা শরীফের গদিনশীল পীর মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশ্রাফ শাহ্। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু। প্রধান ওয়াজেন এর বক্তব্য রাখেন ফটিকছড়ি নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন আহমদ, বিশেষ বক্তা ছিলেন, কর্ণেল হাট মসজিদে গাউছুল আজম এর খতিব মাওলানা মুহাম্মদ মোক্তার আহমদ রজভী, পোমরা নঈমাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন হাফেজ মাওলানা মুহাম্মদ নঈম উদ্দিন নঈমী, বেতাগী চাঁন্দারবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আবু মুহাম্মদ রজভী, কাউখালী গার্ডবাড়ি জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা মুহাম্মদ হাছান আহমদ, কাউখালী ওয়াজিয়া আজিজিয়া হেফজ খানার শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন। উদ্ধোধক ছিলেন বেতাগী ইউপি চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী স্বপন, স্বাগত বক্তব্য রাখেন গার্ডবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ নুরুল আনোয়ার মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন বেতাগী ইউপি সদস্য সৈয়দ মুহাম্মদ আবুল মনছুর, গার্ডবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ খায়েজ আহমদ মাষ্টার, সহ সভাপতি মো. কামাল উদ্দিন, উপদেষ্টা মো. ইলিয়াছ প্রমুখ।

Author:

Facebook Comment