আসছে মধু মাসঃ রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজারে মৌসুমি ফল। বিষ থেকে সাবধান




আসছে মধু মাসঃ রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজারে মৌসুমি ফল। বিষ থেকে সাবধান

জগলুল হুদা,রাঙ্গুনিয়া :: আর এক দু’এক দিনের মধ্যেই মৌসুমী ফল আম, লিচু, কাঁঠাল দেশের অন্যান্য স্থানের ন্যায় রাঙ্গুনিয়া উপজেলার সকল ফলের দোকান ও রাস্তার পার্শ্বের ভ্রাম্যমান দোকানে আসতে থাকবে। ইতিমধ্যে হালকা রং ধরা অপরিপক্ত আটির লিচু সহ অন্যান্য কয়েক প্রকার ফল রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজারে বিক্রয় করতে দেখা যাচ্ছে। তবে দাম বেশি পাওয়ার জন্য কিছু অসাধু ব্যবসায়িদের মাঝে অপরিপক্ত ফল পাকানোর সহ নানা ধরনের প্রতারণার অভিযোগ করছেন সাধারণ ক্রেতারা। সচারচর প্রতিবছর কিছু অসাধু ব্যবসায়ী ফলে ফরমানিল ¯েপ্র করে পাকিয়ে বাজার জাত করার চেষ্টা করতে গিয়ে নজরে পরে প্রশাসনের। যে সকল ফলে বিষ ¯েপ্র করে পাকানো হয় তা সনাক্ত করে বিনষ্ট করে ফেলা হয় এবং ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তাতে কী ফলে বিষ স্প্রে করা বন্ধ হয়? নিশ্চয় না! আবার শুরু হয় ফলে বিষ স্প্রে করার কার্যক্রম নতুন কোন পদ্ধতিতে। তাই সাধারণ ক্রেতা সাধারণের সচেতনতার  সহিত ফল ক্রয় করা ছাড়া আর অন্য কোন উপায় নেই বলে মনে করছেন ক্রেতা সাধারণ। ভোক্তারা ধারণা করছেন এবছরেও প্রতি বছরের ন্যায় অসাধু ব্যবসায়ীরা বিষ ¯েপ্র করে বাজার জাত কববে। কারণ এক শ্রেণির ব্যবসায়ীদরে লক্ষ্য থাকে আগাম মৌসুমী ফল বাজার জাত করে অধিক মুনাফা অর্জন করা। ব্যবসায়ীদের ফল বাজার জাত করার আগে ফল খাবার উপযোগী না অনুপযোগী তা দেখার বিষয় মনে করে না ব্যবসায়ীরা। ফল বেঁচে অধিক মুনাফা অর্জন করতে হবে এটাই মূল বিষয় হয়ে পরে তাদের কাছে। সাধারণত ডাক্তাররা শরীর গঠনের জন্য বিভিন্ন ফল খাওয়ার পরার্মশ দেন কিন্তু এই ফলই এখন মানুষের শরীরের ধ্বংসের কারণ। যা তিলে তিলে ঝুঁকিপূর্ণ করে তোলে একজন মানুষের জীবনকে। তাই মধু মাসে মৌসুমী বিষাক্ততা থেকে সাবধান। লক্ষ্য রাখা উচিত মধু মাসে ফলের মধু আহরণ করতে গিয়ে যাতে বিষ আহরিত হয়ে না যায়।

Author:

Facebook Comment