রাঙ্গুনিয়ায় রোটারি মৌসুমি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


জগলুল হুদা, রাঙ্গুনিয়া  : রাঙ্গুনিয়ায় রোটারি মৌসুমি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা রোটারী ক্লাব অব চট্টগ্রাম ডাউনটাউন আর.আই.জেলা- ৩২৮২, বাংলাদেশ এর উদ্যোগে ও উত্তর রাঙ্গুনিয়া রোটারী কমিউনিটি কোর (আরসিসি) এর পরিচালনায় শনিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজ লাইব্রেরী ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজটির অধ্যক্ষ মহিবুল কবির জাহেদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারীয়ান পিপি মুজিবুর রহমান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রেহেনা আক্তার, এডভোকেট সেকান্দর হোসেন, ডাক্তার আবুল ফজল, শিক্ষক মোহাম্মদ শাহ আলম, নুর মোহাম্মদ আজাদ, মাস্টার মোহাম্মদ মুছা, সিএসকে সিদ্দিকী, আমিন বাবুল, মোহাম্মদ শহিদুল্লাহ, চট্টগ্রাম রোটারী ক্লাবের রোটারিয়ানবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

Author:

Facebook Comment