রাঙ্গুনিয়ার সরফভাটায় দুইদিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল



জগলুল হুদা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা গ্রামে আল্লামা গাজী শেরে বাংলা (রহ:) স্মৃতি সংসদের উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরনে ও মা ফাতেমাতুজ জোহরা(রা:) এর ওরছ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত রাহুলের সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন মাওলানা আবদুল মাবুদ নঈমী। মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল্লামা আমিনুল হক আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন গাজী শফিউল আলম নেজামী। বিশেষ অতিথি ছিলেন গাজী মাওলানা আবুল কালাম বয়ানী, মোরশেদুল আলম আলকাদেরী, আবদুল আজিজ রজভী, শিহাব উদ্দিন আলকাদেরী। উপস্থিত ছিলেন মাহফিলের আহবায়ক মুহাম্মদ সোহেল আরমান, সচিব মুহাম্মদ আতিকুল ইসলাম, যুগ্ন সচিব কাজী শওকত, বশির আহম্মদ, আবু তারেখ লিয়াকত, মো. ইলিয়াছ, রাসেল রানা, নেজাম উদ্দিন মানিক, মোকতার আহমদ, মো. মালেক, কাজী মুনিক, মো. আরাফাত, মো. বেলাল, মো. জিসান, মো. রিয়াজু, মো. সাইফুল, মো. রাহাত, মো. ইলিয়াছ, মানিক শরীফ, মো. সাজ্জাদ, মো. রাকিব, গিয়াস সওদাগর, ইউনুছ সওদাগর, মো. জাহেদ, মো. রনি, কাজী আরজু, মো. নঈম, মো. লিটন, কাজী সাকিব, মো. আরমান, মো. মনির, মো. কপিল, মাওলানা আমিম, মো. মাহিম প্রমুখ।




Author:

Facebook Comment