মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার ১ ব্যক্তি নিহত


জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের বিশ্বরোডের নিমতলা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাজী গোলাম মোস্তফা বাচ্চু (৫০) নামে রাঙ্গুনিয়ার ১ ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে তার সঙ্গিয় আরও ১জন। নিহত বাচ্চু উত্তর রাঙ্গুনিয়ার কাজী বাড়ির সন্তান। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। 
জানা যায়, গত বুধবার দুপুর ১২টায় বাচ্চু ও তার এক বন্ধু রিক্সা করে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। রিক্সাটি চট্টগ্রামের বিশ্বরোড এলাকার নিমতলা এলাকায় গেলে পিছন থেকে একটি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দিলে তারা মাটিতে পড়ে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত বলে ঘোষণা করেন। অপরজন এখনও মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাচ্চুকে বৃহস্পতিবার সকাল ১১টায় উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাটে জানাজার নামাজ শেষে কাজী বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত বাচ্চু দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে ট্রান্সপোর্ট ব্যাবসার সাথে জড়িত ছিলেন। বর্তমানে তার স্ত্রী ও ৩ ছেলে সন্তান রয়েছে। 


Author:

Facebook Comment