রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলী শাহ “জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে”

 জগলুল হুদা, রাঙ্গুনিয়া ঃ  জনপ্রতিনিধি মানে জনগণের চাকর। দল, মত, নির্বিশেষে সুখে দুখে পাশে পাওয়ার জন্যই জনগণ তাদের পছন্দের যোগ্যমানুষটিতে নির্বাচিত করে। তাই জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। একজন জনগণ জনপ্রতিনিধির কাছে ধন-সম্পদ চায় না। চায় না বাজার করার খরচ। শুধু একটু আন্তরিকতা, ন্যায় বিচার, বিভিন্ন সনদপত্র সহজ প্রক্রিয়ায় পেতে চায়। সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধার সুষ্ঠু বন্টন চায়। তাই আশারাখি রাজানগরের নতুন চেয়ারম্যান জনগণের এই আশাটুকু পালন করে এতদ অঞ্চলকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে মুক্ত সবুজ রাজানগর গড়তে পারবেন। 

বুধবার (৫ অক্টোবর) সোনারগাও উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ একথা বলেন। 

ইউনিয়নটির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি আহমদ সৈয়দ তালুকদার বলেন, খোদার ইচ্ছায় এতদ অঞ্চলের সকলের সহযোগীতায় আমাকে চেয়ারম্যান নির্বাচিত করাই সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি এ ইউনিয়নে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়েসহ সকল অসামাজিক কর্মকান্ড প্রতিহত করতে সকলের সহযোগিতা চাই। কে আমাকে ভোট দিয়েছে, না দিয়েছে, কে কোন দল করে তা আমার জানার বিষয় নয়। সবাই মিলে এ ইউনিয়নকে এগিয়ে নিতে চাই।
 
বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিকক্ষ মুহম্মদ গিয়াস উদ্দীন। শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনৈতিক আব্দুর রহমান ও এম ইস্কান্দর মিয়া তালুকদার। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সদ্যস রেজাউল করিম, কবির আহম্মদ, জাহাঙ্গীর আলম কোম্পানি প্রমুখ।

Author:

Facebook Comment