জগলুল হুদা ■ রাঙ্গুনিয়া :
আওয়ামীলীগের ২০তম সম্মেলনে রাঙ্গুনিয়ার সাংসদ ড. হাছান মাহমুদ পুনরায় প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল বের করেছে রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগ। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত আনন্দ মিছিলটি রাঙ্গুনিয়া কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহনী হয়ে কলেজ গেট এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া কলেজের উপাধ্যক্ষ সুজা উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল আজম চৌধুরী মুরাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাছির উদ্দিন আহমেদ, পৌরসভা ছাত্রলীগের সভাপতি ইউসুফ রাজু, সাধারণ সম্পাদক সাইফুদ্দীন সাইফ, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ রাসেল, মুন্না আজাদ, সম্রাট সিকদার, অভিজিত তালুকদার পাপেল, দেবাশিস পাল দেবু, কলেজে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাসনাত আমিন রাব্বি, আরিফ উদ্দিন বাপ্পা, আলী শাহ, ছাত্রনেতা মো. সুজন, আসফিক চৌধুরী, মো. রাফি, মো. মামুন, মো. সোহেল প্রমুখ । পরে সন্ধ্যায় আনন্দ মিছিল ও মিষ্টিবিতরণ করেন ।
এদিকে একই দিন বিকালে ড. হাছান মাহমুদ এমপিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে পোমরা ইউনিয়ন ছাত্রলীগ। ইউনিয়নের গোচরা এলাকায় অনুষ্ঠিত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেল রাসু, ইউনিয়ন যুবলীগ নেতা মো. রাশেদ কালাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহেল আরমান, যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম রাসেল, কোদালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু তাহের, ছাত্রলীগ নেতা সাবু, মো. সারেক, মো. আমির, মো.শোয়েব, মো. রাহুল, মো. মামুন, মো. জনি, মো. সাবের মো. মুন্না, মো. জাহেদ, মো. মশরুপ, মো. ফরমান, মো. শাখাওয়াত, মো. সোহেল, মো. আজিজ, মো. আকাশ প্রমুখ।