রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহারে কঠিন চীবন দানোৎসব

জগলুল হুদা ■ রাঙ্গুনিয়া 
রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব মঙ্গলবার (২৫ অক্টোবর) বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে বিহার প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি জ্ঞানানন্দ মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো। বক্তব্য রাখেন নন্দবংশ থেরো, ড. প্রিয়দর্শী থেরো, সুমিত্তানন্দ থেরো, রতন শ্রী মহাথেরো, সৈয়দবাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহার কল্যান কমিটির সভাপতি ও বিহারের অধ্যক্ষ করুণাশ্রী থেরো, সাধারণ সম্পাদক অশোক তালুকদার, উপাধ্যক্ষ আনন্দ শ্রী ভিক্ষু, মলিন তালুকদার, নির্মল কুমার বড়–য়া, নির্দেশ বড়–য়া অমল, উৎপল বড়–য়া, উদয়ন বড়–য়া,পরমানন্দ থেরো, জ্ঞানবংশ থেরো, বুদ্ধপ্রিয় থেরো, বিজয় বড়–য়া প্রমুখ।

Author:

Facebook Comment