রাঙ্গুনিয়ায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও ধর্মসভা
রাঙ্গুনিয়া প্রতিনিধি: ‘গৌতম সিদ্ধার্থের জম্ম, বোধিজ্ঞানলাভ ও মহাপরিনির্বাণ’ এই ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উদযাপন উপলক্ষ্যে ধর্মসভা শনিবার (২মে) রাঙ্গুনিয়া উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা উপজেলার সৈয়দবাড়ী ধর্মচক্র বিহার থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া উপজেলা চত্বরে এসে শেষ হয়। ২য় পর্বে শুরু হয় ধর্ম সভা। বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি ভদন্ত বিমল জ্যোতির সভাপতিত্বে ও মনি লাল তালুকদারের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ধর্মসভা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অজিতানন্দ মহাস্থবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়–য়া, ড.হাছান মাহামুদ এমপি’র প্রতিনিধি এনায়েতুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সমন্বয়কারী তরুণ বিকাশ বড়–য়া। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, ভদন্ত ধর্মসেন মহাস্থবির, ভদন্ত বিজয় রক্ষিত, ভদন্ত রাজগুরু ইন্দাচারা, ভদন্ত সুমঙ্গল মহাস্থবির প্রমুখ। উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. সেলিম, রিপন বড়–য়া, দীপংকর থের, অরুন বড়–য়া প্রমুখ। ধর্ম সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।