রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই
রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় ভয়াভহ অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত সোমবার দিনগত রাত ১১টায এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিযে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার নারায়ন চক্রবর্তী। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে ৪টি চা দোকান, দুটি মোদি দোকান ও ১টি কম্পিউটারের দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়।