রাঙ্গুনিয়া প্রতিনিধি:: রাঙ্গুনিয়ায় বিষ খেয়ে মর্জিনা আকতার (১৫) নামে এক তরুণি আতœহত্যা করেছে। সে উপজেলার সৈয়দ বাড়ি এলাকার আব্দুল কাদেরের ৫বোন ও ১ভায়ের মধ্যে চতুর্থ সন্তান। জানা যায়, বিগত বৃহস্পতিবার(৭মে) সকাল ১০টায় সবার অঘোচরে গিয়ে বিষ খায় সে। পরে তার পাড়াত ভাবি থেকে পানি খুজে খায় এবং সেখানেই মাথা ঘোরে অজ্ঞান হয়ে পরে। তাৎক্ষনিকভাবে সবাই তার বিষ খাওয়ার বিষয়ে নিশ্চিত হয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় সে মৃত্যুবরণ করে। পরের দিন শুক্রবার লাশের ময়না তদন্ত শেষে নিজ গ্রামে দাপন করা হয়।
স্থানিয় সুত্রে জানা যায় বিগত এক বছর আগে তরুণির সাথে একটি ছেলের অনৈতিক সম্পর্কের জের ধরে এক বিচারে স্থানিয় বিচার কর্তারা প্রেমিককে ইজ্জতের মূল্য হিসেবে ত্রিশ হাজার টাকা জরিমানা করে। বিচার কার্যের পরেও তাদের প্রেমের রেশ পুরায়নি। সেই সুত্রে প্রেম ঘটিত কোন ব্যাপারে প্রেমিকের সাথে দ্বন্ধের কারণে তরুণি আতœহত্যা করতে পারে বলে মত প্রকাশ করেছেন স্থানিয় অনেকেই। স্থানিয় কাউন্সিলর কপিল সিকদার প্রেম ঘটিত ব্যাপারকে নাকচ করে দিয়ে বলেন, প্রেমের কারণে নয় পারিবারিক কোন দ্বন্ধে সে আতœহননের পথ বেছে নিতে পারে। এই ব্যাপারে তার পরিবারের সাথে যোগাযোগ করলে তারা কিছু বলতে রাজি হননি।