সাপের কামড়ে প্রাণ দিলেন রাঙ্গুনিয়ার গৃহবধু
জগলুল হুদা, রাঙ্গুনিয়া:: মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে রাতে সাপের কামড়ে প্রাণ দিলেন স্বপ্না রানি তালুকদার (৪৫) নামে রাঙ্গুনিয়ার এক গৃহবধু। সে দক্ষিণ পোমরা ইউনিয়নের তালুকদার পাড়ার দিলিপ কুমার তালুকদারের স্ত্রী। মৃত্যুকালে সে ২মেয়ে ও ১ ছেলে রেখে যান।
গৃহবধুর ভাসুর সাধন কুমার তালুকদার জানান, বিগত সোমবার (৪মে) বিকেলে একই উপজেলার মোগলের হাট কানুর খীল গ্রামে স্বপ্না তার মেয়ে রতœা সেনের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেদিন রাতের খাবার শেষে মেঝেতে ঘুমাতে গেলে গভীর রাতে বিষাক্ত সাপ স্বপ্নাকে কামড়ে দেয়। স্বজনার তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পরেরদিন স্বপ্নাকে বাড়িতে এনে দাহ্ করা হয়।
গৃহবধুর ভাসুর সাধন কুমার তালুকদার জানান, বিগত সোমবার (৪মে) বিকেলে একই উপজেলার মোগলের হাট কানুর খীল গ্রামে স্বপ্না তার মেয়ে রতœা সেনের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেদিন রাতের খাবার শেষে মেঝেতে ঘুমাতে গেলে গভীর রাতে বিষাক্ত সাপ স্বপ্নাকে কামড়ে দেয়। স্বজনার তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পরেরদিন স্বপ্নাকে বাড়িতে এনে দাহ্ করা হয়।