রাঙ্গুনিয়ায় মে দিবস পালিত
জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি:: রাঙ্গুনিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠন মে দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করে। চট্টগ্রাম অটো রিক্সা ও অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন (রেজি. ইং ২০১৪) এর রাঙ্গুনিয়া উপজেলা শাখা এই উপলক্ষ্যে আয়োজন করে র্যালী ও মোটর শোভাযাত্রা। এটি রাঙ্গুনিয়ার ইছাখালী সদর থেকে শুরু হয়ে রোয়াজার হাট, মরিয়মনগর চৌমুহনী, শান্তিনিকেতন, মোগলের হাট, রাজার হাট হয়ে পারুয়া সড়ক প্রদক্ষিণ করে পথ সভার মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা বি.কে.চৌধুরী লিটন। অপরদিকে বাংলাদেশ ইসলামী শ্রমিক ফ্রন্ট অবিলম্বে ইসলামী শ্রমনীতি চালু ও সকল সংকীর্ণতা পরিহার করে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সহ ৭ দফা দাবীতে মরিয়ম নগর চৌমুহনিস্থ অস্থায়ি কার্যলয়ে সমাবেশ ও পোষ্টারিং করেন। এছাড়াও শ্রমিক লীগের এক আলোচনা সভা হতে চট্টগ্রাম নগরীর ১০ লক্ষ মানুষের পানির চাহিদা মিটাতে রাঙ্গুনিয়ার শান্তির হাটে প্রতিষ্টিত ওয়াশা প্রকল্পে রাঙ্গুনিযার মানুষের জন্য ২০ ভাগ চাকরি কোটা চালু করার জোর দাবী জানান রাঙ্গুনিয়ায় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।