দুবায়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা
জগলুল হুদা,নিজস্ব প্রতিবেদক:: দুবাই আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা রবিবার (১৭ মে) সন্ধায় দুবায়ের কে.জি.এন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
দুবাই আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেন সভাপতিত্বে ও দুবাই আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতে সভাপতি আল মামুন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাই আওয়ামীলীগের সিনিয়র সভাপতি সৈয়দ খুরশেদ আলম ও মো. হানিফ, নজরুল ইসলাম টিপু প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সালাউদ্দিন চৌধুরী, শাখরিয়ার হোসেন শাহেদ, ইয়াছিন সুজাত, দিদারুল ইসলাম নোটন, মো.সোহেল , মো.বাবুল , মো. সোহেল, মো. দিপু, মো.জাবেদ প্রমুখ।
বক্তরা তাদের স্ব স্ব বক্তব্যে বলেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। আর মধ্যে দিয়ে দেশে জনগণের শাসন কায়েম হয়েছে। দেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।
Facebook Comment