রাঙ্গুনিয়ায় কিশোরী ধর্ষন মামলার তদন্ত এখন পুলিশের গোয়েন্দা শাখায়


রাঙ্গুনিয়ায় কিশোরী ধর্ষন মামলার তদন্ত  এখন পুলিশের গোয়েন্দা শাখায়

আব্বাস হোসাইন আফতাব ও জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চাঞ্চল্যকর কিশোরী ধর্ষন মামলার তদন্ত ভার রাঙ্গুনিয়া থানা হতে চট্টগ্রামের পুলিশের গোয়েন্দা শাখায় (ডিভি) হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৯ মে) রাত নয়টায় পুলিশের গোয়েন্দা শাখার ওসি বদিউজ্জামান কে মামলার প্রয়োজনীয় কাগজ পত্র সহ অভিযুক্ত শাহ আলমকে রাঙ্গুনিয়া থানা হতে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার এস. আই মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা আব্দুর রশিদ।

এই ব্যাপারে মামলার প্রথম তদন্তকারী অফিসার এস.আই আব্দুর রশিদ জানান চট্টগ্রামের ডিআইজি ও পুলিশ সুপারের নির্দেশে মামলাটির তদন্তভার হস্তান্তর করা হয়েছে। রিমান্ডের প্রথম দিনের অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি এই বিষয়টি মামলার তদন্তের স্বার্থে জানানো সম্ভব নয় বলে জানান।

চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখার ওসি বদিউজ্জামান মামলার তদন্ত ভার  হস্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,মামলাটির তদন্তভার হাতে পেয়েছি। তদন্তের পর বিষয়টির রহস্য উদঘাটন হবে।

Author:

Facebook Comment