রাঙ্গুনিয়ায় সিএনজি নিয়ে পালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে চালককে চুরিকাঘাত ও শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা

রাঙ্গুনিয়ায় সিএনজি নিয়ে পালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে চালককে চুরিকাঘাত ও শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা

রাঙ্গুনিয়ায় সিএনজি নিয়ে পালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে চালককে চুরিকাঘাত ও শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা

জগলুল হুদা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ায় সিএনজি চিনতায়ে ব্যর্থ হয়ে ছাবের আহাম্মদ(২৮) নামে এক ড্রাইভারকে উপর্যুপুরি চুরিকাঘাত ও শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করেছে সংঘবদ্ধ চিনতাইকারীর দল। শনিবার(২০ ফেব্রুয়ারী) রাত সাড়ে নয় টায় এই ঘটনা ঘটে। সে উপজেলার রাঙ্গুনিয়া পৌরসভাস্থ মধ্যম নোয়গাঁও এলাকার সিরাজুল ইসলামের পুত্র।
জানা যায় চন্দ্রঘোনা হতে যাত্রিবেশে এক সংঘবদ্ধ চিনতাইকারী দল সিএনজিতে (চট্টগ্রাম-থ-১৩-৩৩৮৭) উঠে। সিএনজিটি যখন চট্টগ্রাম-কাপ্তাই সড়কের হাবিবের গোট্টা এলাকায় আসে তখন দুর্বত্তরা তাকে গুমাই বিলের মধ্যে দিয়ে চলে যাওয়া একটি রাস্তা দিয়ে যেতে বলে। রহস্যজনক আচরণে চালক চিনাতায়ের ব্যাপারটা বুঝতে পেরে সিএনজিটি তৎক্ষনাত বন্ধ করে চাবি দূরে ফেলে দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে তার হাত, পা ও মুখ বেঁধে ফেলে। গলায় ফ্লাষ্টিকের ফিতা বেঁধে প্রথমে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টায় ব্যর্থ হয়ে এক পর্যায়ে তারা শরীরের বিভিন্ন স্থানে প্রায় ১১বার চুরিকাঘাত করে মারাতœক ভাবে যখম করে। পরবর্তীতে রাস্তায় অন্য ঘাড়ি আসতে দেখে দুর্বত্তরা তাকে রেখে পালিয়ে যায়। পরে অন্য সিএনজি ড্রাইভাররা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা আসঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজনরা।
এদিকে এই ঘটনায় তিব্র ক্ষোভ প্রকাশ ও সংশ্নিষ্টদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন ঘোডাউন অটোরিক্সা সমবায় সমিতির নের্তৃবৃন্দরা। এক বিবৃতিতে তাঁরা জীবনের নিরাপত্তা চেয়ে এই ঘটনায় সুষ্ঠু বিচার না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন।
রাঙ্গুনিয়া থানা পুলিশ খবর পেয়ে আহত ড্রাইভারকে দেখে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।

Read More

রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজারে বর্জ্য অপসারণের বেহাল দশা,ইছামতি নদীর পানি দূষণ

রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজারে বর্জ্য অপসারণের বেহাল দশা,ইছামতি নদীর পানি দূষণ
জগলুল হুদা,রাঙ্গুনিয়া::
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ব্যবসা-বানিজ্যের অন্যতম মূল কেন্দ্র রোয়াজারহাট বাজারে বর্জ্য ও পানি নিষ্কাষণের নেই কোন স্থায়ি ব্যাবস্থাপনা। যার কারণে সৃষ্ট দুগন্ধ পরিবেশ দূষণ করছে। ক্রেতা বিক্রেতাদেও পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। অন্যদিকে আবর্জনা পার্শ্ববর্তী ইছামতি নদীতে ফেলার কারণে পানি দূষণ ও ভরাট সহ নদী হারাচ্ছে স্বাভাবিক নাভ্যতা। 
মাঠ পর্যায় পরিদর্শনে দেখা যায়, রোয়াজারহাট রাঙ্গুনিয়া পৌরসভার একটি অংশ হলেও নেই কোন ময়লা ফেলানোর ডাষ্টবিন, যদিও কোন কোন জায়গায় ময়লা ফেলানোর জন্য সেনিটারি রিংয়ের তৈরি ময়লা ফেলানোর স্থান থাকলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। এই ধরণের একটি রিংয়ের তৈরি ডাষ্টবিন রাখা হয়েছে রোয়াজার হাট পাগলা মামা মার্কেটের সামনে। যেখানে স্তুপ করা আছে ময়লা, পাশে রয়েছে আরও একটি ময়লার স্তুপ। সেই স্তুপ হতে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ। যা বিক্রেতাদের পাশাপাশি সাধারণ ক্রেতা ও গাড়িতে ওঠবার জন্য অপেক্ষারত যাত্রিদের চরম ভুগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পৌরসভার পক্ষ হতে ভ্যানের সাহায্যে ময়লা অপসারণ করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও তা অত্র বাজারের সম্পূর্ণ ময়লা অপসারণে দেখাতে পারছে না কার্যকরি ভূমিকা। যার কারণে যত্রতত্র চড়িয়ে চিটিয়ে রয়েছে আবর্জনা ও ময়লার স্তুপ। এই চড়িয়ে থাকা আবর্জনা পানি নিষ্কাষণে বাঁধার সৃষ্টি করছে। এছাড়াও বাড়তি ময়লা ফেলা হচ্ছে পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীতে। ফলে নদী ভরাট সহ ইছামতি নদী হারাচ্ছে স্বাভাবিক নাব্যতা, সৃষ্টি হচ্ছে পানি দূষণ। পানি নিষ্কাষনের সঠিক ও স্থায়ি কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে সম্পূর্ণ বাজার জুড়ে কাঁদার সৃষ্ট হয়। রোয়াজারহাট বাজারের ভেতরের কাঁচা বাজারগুলো সহ কেন্দ্রিয় জামে মসজিদের পশ্চিম গলি ও পূর্ব পাশের মার্কেট থেকে শুরু করে রুবেল সুপার মার্কেটের সামনের ও পূর্বে রাস্তা পর্যন্ত, অপরদিকে কাপ্তাই সড়কের দক্ষিণে জয়নাব সফিং সেন্টার হতে পাগলামামা মার্কেটের সামনের অংশের রয়েছে কর্দমাক্ত ও ময়লা আবর্জনার রমরমা অবস্থা। যার কারণে বাজার করতে আসা ক্রেতাসাধারণ ও বিক্রেতাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। 
তাই বর্জ্য অপসারণ ও পানি নিষ্কাষনের স্থায়ি ও কার্যকরি পদক্ষেপ গ্রহণ করে রাঙ্গুনিয়ার এই গুরুত্বপূর্ণ বানিজ্যিক এলাকাকে দুর্গন্ধ মুক্ত,কাঁদা মুক্ত ও দুষণমুক্ত করা হোক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ব্যবসায়ি ও সাধারণ ক্রেতা সাধারণের এই প্রত্যাশা।

Read More

রাঙ্গুনিয়ায় পাগলা কুকুরের কামড়ে এক শিশু আহত

রাঙ্গুনিয়ায় পাগলা কুকুরের কামড়ে এক শিশু আহত

জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার ভোবানিমিল এলাকায় পাগলা কুকুরের কামড়ে মো.বাবুল (০৩) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। সে উপজেলার ভোবানিমিলের আনোয়ার আহাম্মদ মেম্বার বাড়ির দিনমজুর মো.কামালের শিশুপুত্র।

জানা যায়, শুক্রবার (১৯ জুন) বিকালে বড় ভায়ের সাথে দোকানে ইফতারি আনতে যাওয়ার সময় রাস্তায় এক পাগলা কুকুর শিশুটিকে এলোপাতাড়ি ভাবে কামড়ে শরীরের বিভিন্ন স্থানে যখম করে দেয়।

গুরুতর আহতবস্থায় উদ্বার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে।

Read More

চট্টগ্রামে যমুনা টিভি’র উপস্থাপক ও রিপোর্টারের বিরুদ্ধে দুই মামল

চট্টগ্রামে যমুনা টিভি’র উপস্থাপক ও রিপোর্টারের বিরুদ্ধে দুই মামল

রাঙ্গুনিয়া প্রতিনিধি:: মিথ্যা, বানোয়াট উদ্দেশ্যমুলক ও মান হানিকার প্রতিবেদন প্রচারের দায়ে যমুনা টেলিভিশনের এক উপস্থাপক ও এক রিপোর্টারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে চট্টগ্রাম আদালতে। মামলার আসামীরা হলেন যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রী নামক অনুষ্ঠানের ইনভেস্টিগেশন সেল’র রিপোর্টার সাজ্জাদ পারভেজ এবং ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রী অনুষ্ঠানের উপস্থাপক মীর আহসান। সোমবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র নির্বাহী ম্যাজিট্রেট কুদরত- এ- এলাহী’র আদালতে মানহানি ও তথ্য প্রযুক্তি আইনে সুনির্দিষ্ট ধারায় মামলা দুটি দায়ের করেন যথাক্রমে সাবেক পরিবেশ ও বনমন্ত্রী ও রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ড. হাছান মাহমুদের একান্ত সহকারী এনায়েতুর রহিম এবং বেসরকারী উন্œয়ন সংস্থা সুখী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন। আদালত মামলা দুটি গ্রহন করে তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলাটি নিয়মিত এজাহার হিসেবে গ্রহন করতে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এছাড়া মানহানির মামলাটি গ্রহন করে আসামীদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার বাদি ড. হাছান মাহমুদের একান্ত সহকারী এনায়েতুর রহিম বলেন, গত ৫ জুন ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রী নামক ২১ মিনিটের ওই অনুষ্ঠানে বলা হয়- রাঙ্গুনিয়ার শেখ রাসেল এভিয়ারি পার্ক নির্মাণে ৩৫ কোটি টাকা জলবায়ু তহবিল থেকে ব্যয় করা হয়। কাজ না করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয় হাছান মাহমুদের বিরুদ্ধে। বাস্তবে ওই প্রকল্পের অর্থ জলবায়ু তহবিল থেকে নয়, এসেছে রাজস্ব খাত থেকে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে একজন ভারতীয় ঠিকাদার কাজটি সম্পন্ন করেছেন। এ ছাড়া ওই প্রতিবেদনে ড. হাছান মাহমুদের স্থিরচিত্র প্রদর্শন করে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে প্রতিবেদন প্রকাশ করা হলেও আলোচিত প্রকল্পের প্রকল্প পরিচালক ও সাংসদ ড. হাছান মাহমুদের কোনো বক্তব্য প্রচার করা হয়নি বলে জানান এনায়েতুর রহিম।
প্রতিবেদনে সুখী বাংলা ফাউন্ডেশনসহ ১০টি এনজিওর বিরুদ্ধে কাজ না করে জলবায়ু তহবিলের অর্থ হাতিয়ে নেওয়া অভিযোগ করা হয়। ড. হাছান মাহমুদের একান্ত সহকারী এনায়েতুর রহিম এই প্রসঙ্গে বলেন, “যে ১০টি এনজিওর কথা বলা হয়েছে সেগুলো জলবায়ু ফান্ডের অধীনে কোনো কাজের জন্য আবেদনই করেনি। প্রতিবেদনে সাংসদের স্থিরচিত্র ব্যবহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করে আন্তর্জাতিকভাবে তার ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে।”
মামলার বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল জানান, আসামীরা উদ্দেশ্যমুলক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে যমুনা টেলিভিশনের ‘ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রী নামক অনুষ্ঠানে ‘জলবায়ু তহবিলে নয়ছয়’ শিরোনামে সম্পুর্ণ কল্পনাপ্রসূত প্রতিবেদন প্রচার করেছেন। সাবেক পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদের মানহানি করতেই উদ্দেশ্যমুলক এই প্রতিবেদন প্রচার করা হয়েছে। ফলে সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষে তার একান্ত সহকারী এনায়েতুর রহিম বাদি হয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে ৫০১ ও ৫০২ ধারায় মানহানির মামলাটি দায়ের করেছেন। এ ছাড়া বেসরকারী উন্নয়ন সংস্থা সুখী বাংলা ফাউন্ডেশনের সাথে জলবায়ু তহবিলের কোন সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও ওই সংস্থাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট প্রতিবেদন প্রকাশ করা হয়। আইনজীবি জানান, জলবায়ু তহবিলের জন্য সুখী বাংলা ফাউন্ডেশন নামের সংস্থাটি কখনো কোন আবেদনই করেনি। ফলে এই সংস্থাটি জলবায়ু তহবিলের অর্থ নয়ছয় করেছে মর্মে যমুনা টেলিভিশন যে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি ও ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক আইনে পৃথক মামলাটি দায়ের করেছে সুখী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন। আদালতে মামলা দায়েরকালে সিনিয়র আইনজীবিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল, মুজিবুল হক,  ইফতেখার সাইমুল চৌধূরী, অশোক দাশ, আবদুর রশিদ, চন্দন বিশ্বাস, এম এ নাছের চৌধূরী, নিখিল কুমার নাথ, সুভাষ দে, প্রতীক কুমার দেব, ভুপাল চন্দ্র, দিদারুল আলম সরূপ পালসহ বিপুল সংখ্যক আইনজীবি।
এই প্রসঙ্গে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগ এর আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবি দিদারুল আলম বলেন, সত্যেকে আড়াল করে ড.হাছান মাহামুদের সুনাম নষ্ট করার জন্যই এই চক্রান্ত। যা আইনের চোখে মারাত্ন অপরাধ। তাই এইসব অপচক্রের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এই মামলার আসামীদের উপযুক্ত শাস্তীর জন্য মামলার শেষ পর্যন্ত লড়ে যাব।
Read More

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে নির্বাচন সম্পন্ন

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে নির্বাচন সম্পন্ন


জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি : সোমবার (১৫জুন) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জন্য বরাদ্দকৃত ৫টি আসনের মধ্যে কোদালা, শিলক ও পদুয়া ইউনিয়ন জন্য নির্দিষ্ট ৫ নম্বর আসনে প্রতিদ্বন্ধি না থাকায় একমাত্র প্রার্থী হিসেবে  মনিকা তালুকদার নির্বাচিত হয়েছেন। বাকী ৪ টি আসনের জন্য সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। এতে সংরক্ষিত মহিলা আসনের সদস্য পদে ইসলামপুর, রাজা নগর ও দক্ষিন রাজা নগর ইউনিয়নের জন্য নির্দিষ্ট ১ নম্বর আসনে রুপ্না বড়–য়া, হোছনাবাদ, স্বনির্ভর রাঙ্গুনিয়া ও চন্দ্রঘোনা ইউনিয়নের জন্য নির্দিষ্ট ২ নম্বর আসনে সূচনা নাথ, মরিয়ম নগর, পারুয়া ও পৌরসভার জন্য নির্দিষ্ট ৩ নম্বর আসনে নাছিমা আকতার, সরফভাটা, পোমরা ও বেতাগীর জন্য নির্দিষ্ট ৪ নম্বর আসনে সুফিয়া আকতার নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সদস্যাদের রাঙ্গুনিয়ার বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন।

Read More

রাঙ্গুনিয়ার রোয়াজার হাটে দুর্ধর্ষ চুরি: একজন আটক

রাঙ্গুনিয়ার রোয়াজার হাটে দুর্ধর্ষ চুরি: একজন আটক



জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি:: রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজার হাট বাজারের কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে সংঘবদ্ধ চুরের দল। ঘটনায় নগদ টাকা ও অন্যান্য পণ্য সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরির ব্যাপারে দোকান মালিক মো.কবির থানায় মামলা দায়ের করেন।  সন্দেহজনক ভাবে বাজারের চৌকিদারের জামাতাকে আটক করা হলে পুলিশের প্রাথামিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়ে স্বীকার করে কয়েকজনের কথা উল্লেখ করেছে বলে জানা গেছে।

জানা যায় রবিবার দিনগত রাত ২টায় বাজারের চৌধুরী সুপার মার্কেটের দুইটি কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটায় সংঘবদ্ধ চুরের দল। এতে মার্কেটের কাপড় ব্যবসায়ী করিম মেম্বারের মালিকানাধিন তাছিন ফ্যাশন হাউস থেকে নগদ ৩৫হাজার ৭শত ত্রিশ টাকা ও ৭০টি লুঙ্গি যার আনুমানিক বাজার মূল্য ৩০হাজার টাকা এবং আইয়ুব আলীর মালিকানাধীন মেসার্স আইয়ুব ক্লথ ষ্টোর এন্ড গার্মেন্টস দোকান থেকে নগদ ২২হাজার টাকা ও ৪৫হাজার টাকার লুঙ্গি চুরি করে নিয়ে যায়। বাজারের চৌকিদার মো.জাফর রাতে চুরির বিষয়ে ফোনে দোকান মালিকদেরকে জানায়। পরে সোমবার সকালে দোকান মালিক বিষয়টি রোয়াজার হাট ব্যবসায়ি সমিতিকে জানালে তাদের সহায়তায় তাছিন ফ্যাশন হাউসের মালিক মোহাম্মদ করিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চৌকিদারের অনুপস্থিতিতে দায়িত্বরত তার জামাতাকে সন্দেহজনক ভাবে আটক করলে পুলিশের জিজ্ঞাসাবাদে সে চুরির বিষয়ে স্বীকার করে। সে আরও জানায় মার্কেটের ২য় তালার একটি এজেন্সির অফিসেও চুরির চেষ্টা করেছিল।
রোয়াজার হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.রাসেল জানায়, চুরির বিষয়ে জানতে পেরে থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে চুর দলের এক সদস্যকে পুলিশের হাতে সুপর্দ করা হয়েছে। দলের বাকী সদস্যদের গ্রেফতার করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি পুলিশের সহায়তা কামনা করেছেন। অদূর ভবিষ্যতে যাতে এই ধরনের চুরির ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হবে বলেও জানান তিনি। 

Read More

রাঙ্গুনিয়ায় আন্ত: প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রাঙ্গুনিয়ায় আন্ত: প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন


জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের নতুন কুড়ি ক্রিকেট একাদশ কর্তৃক আয়োজিত আন্ত: প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (৫ জুন) সরফভাটা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মাঠে অনুষ্টিত হয়েছে। খেলায় শেখ রাসেল ক্রিকেট একাদশ, আসিফ স্মৃতি ক্রিকেট সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এতে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজ সেবক এস.এম কামাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক সৈয়দ নূর সওদাগর, নুরুল আবছার মেম্বার, উত্তরজেলা সৈনিক লীগের সভাপতি খোরশেদ আলম সুজন, মো.মাহাবুব আলম, আব্দুল মান্নান সওদাগর, হাসান মুরাদ, উত্তরজেলা ছাত্রলীগের ছাত্র ও বৃত্তি সম্পাদক মহির উদ্দীন মহির, ছাত্রনেতা হুমায়ুন কবির, মো.ফারুক, মো.আজাদ, মো.কামাল সওদাগর প্রমুখ।

Read More

রাঙ্গুনিয়ায় পরিবেশ দূষণ মারাতœক আকার ধারণ করলেও নিরব কর্তৃপক্ষ

রাঙ্গুনিয়ায় পরিবেশ দূষণ মারাতœক আকার ধারণ করলেও নিরব কর্তৃপক্ষ
রাঙ্গুনিয়ায় পরিবেশ দূষণ মারাতœক আকার ধারণ করলেও নিরব কর্তৃপক্ষ জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি:: সৃষ্টিলগ্ন থেকে পৃথিবীর বুকে যে প্রাণ ও প্রাণীর সৃষ্টি হয়েছিল সেদিন থেকেই সভ্যতার ক্রমবিবর্তনের পথ ধরেই একটু একটু করে গড়ে ওঠেছিল পরিবেশ। সেদিন প্রকৃতি ও পরিবেশে সাম্য ছিল। কিন্তু দিন বদলের পালায় এ পরিবেশের মধ্যেই তার বিনাশের ইঙ্গিত। পৃথিবীব্যাপী পরিবেশের এই ধ্বংশ লীলায় পিছিয়ে নেই রাঙ্গুনিয়াও। একদিকে রাঙ্গুনিয়ার পাশ ঘেষে বয়ে চলা কর্ণফুলী নদীর পাড়ের কারখানাগুলোর বর্জ্যের মাধ্যমে পানি দূষণ অন্যদিকে ইট ভাটায় ইট তৈরিতে পাহাড় ও কৃষি জমির উপরি ভাগ কেটে মাটি ও পুড়ানো হচ্ছে বনাঞ্চল উজাড় করে কাঠ। এ থেকে নির্গত ধোঁয়া বাতাসের সাথে মিশে দুষিত হচ্ছে বায়ু, বিপর্যস্ত হচ্ছে কৃষি ব্যবস্থা বাড়ছে স্বাস্থ্য ঝুকি। যা একই সঙ্গে ক্ষতিগ্রস্ত করছে উদ্ভিদ ও প্রাণী জগৎ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য এসে পৌঁছেছে এক সংকটজনক অবস্থায়। সূত্রে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর বনবিভাগের সংরক্ষিত বনের ভেতর রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর, উত্তর রাজানগর, দক্ষিণ রাজানগর, লালানগর, হোসনাবাদ, কোদালা, সরফভাটা, বেতাগি ও চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৪৪টি ইটভাটা রয়েছে। যেখানে প্রতিনিয়ত পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল সহ বিভিন্ন বনাঞ্চল উজাড় করে কেটে আনা কাঠ। মাঠ পর্যায়ে দেখা যায় রানিরহাট কোদালা, সরফভাটা, বেতাগী সহ বিভিন্ন পয়েন্টে প্রতিদিন ট্রাকে ট্রাকে অনেকটা প্রশাসনের নাকের ডগায় নির্ভিগ্নে ইটের ভাটায় যাচ্ছে বন উজার করা এই সব কাঠ। স্থানিয়দের অভিযোগ সরকারী নীতিমালার কোন তোয়াক্কা না করে প্রভাবশালী মহেলের সহযোগিতায় বন ও কৃষি ভূমি ধ্বংস করে দিয়ে প্রতিনিয়ত এই কাঠ নির্র্বিগ্নে পোড়ানোর মহাৎসব চলছে। কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে গড়ে ওঠা এইসব ইটভাটার নির্গত ধোঁয়া ও গ্রহণযোগ্য মাত্রার চেয়ে ধূলিকণার উপস্থিতির কারণে রাঙ্গুনিয়ার পরিবেশ দূষণ এখন মারাত্মক আকার ধারণ করেছে। এদিকে ইট ভাটায় মাটি সরবরাহ সহ বিভিন্ন স্থাপনা নির্মাণে প্রকৃতির খুটি খ্যাত পাহাড় কাঠার ধুম লেগেছে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে। মাঠ পর্যায়ে দেখা যায় পোমরা, চন্দ্রঘোনা, কোদালা, রানিরহাট সহ বিভিন্ন ইউনিয়নে নির্ভিগ্নে চলছে পাহাড় কাটার ধোম। যা বিনষ্ট করছে পরিবেশের ভারসাম্য। বাড়িয়ে তুলছে ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি। রাঙ্গুনিয়ার ভূ ভাগে যখন পাহাড় কাটা, বন উজাড় করা, ইট ভাটার মাধ্যমে চলছে পরিবেশের ধ্বংশ লীলা তখণ অন্যদিকে রাঙ্গুনিয়ার পাশ দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী নদী সহ বিভিন্ন ছোট বড় খালে চলছে মাত্রারিক্ত পানি দূষণ। এই যেন জলে কুমির, ডাঙ্গায় বাঘ। কর্ণফুলী নদীর পাশ ঘেষে গড়ে ওঠা বিভিন্ন কারখানার বর্জ্য কর্ণফুলী নদীতে অপসারণ, পানি দূষণের প্রধান কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাঠ পর্যায়ে দেখা যায় চন্দ্রঘোনার নদী পাড়ে গড়ে ওঠা কাগজ কল হতে প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য অপসারিত হচ্ছে কর্ণফুলী নদীতে। যা একদিকে যেমন দূষণ করছে নদীর পানি অন্যদিকে দূষণের ফলে হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতীর মাছ। কমে যাচ্ছে কর্ণফুলী নদীর মাছের স্বাধ। এছাড়াও উপজেলার বিভিন্ন ছোট ছোট খালে ফেলা হচ্ছে ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভার মাধ্যমে বিভিন্ন ডাষ্টবিন থেকে আনা বর্জ্যসহ বিভিন্ন বাজারের শত শত টন বর্জ্য। বিষয়গুলো জানার পর ও স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে। পরিবেশ বিপর্যয়ের ফলে প্রতিদিন উপজেলা হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারী হাসপতালে চিকিৎসা নিতে আসা রোগীর ভীর দিন দিন বেড়েই চলেছে। তবে শিশু ও বৃদ্ধরা বেশি ক্ষতির শিকার। বিশেষজ্ঞ ডাক্তার বলছেন, শুধুমাত্র বায়ু দূষণ আমাদের স্বাস্থ্যের স্বল্প ও দীর্ঘ মেয়াদী দুইভাবে আক্রান্ত করতে পারে। বায়ু দূষণের কারণে স্বল্প মেয়াদে চোখ ও নাকে ব্যাথা হয়। এছাড়া ব্রন্কাইটিস ও নিউমোনিয়ার মতো মারাতœক রোগ হয়। পক্ষান্তরে দীর্ঘ মেয়াদে শ্বাসকষ্ট, ফুসফুস ক্যান্সার, হার্টের সমস্যা এমনকি ব্রেইন, নার্ভ, লিভার ও কিডনী নষ্ট হয়ে যেতে পারে। অপরদিকে পানি দূষণের কারণে বিভিন্ন ধরণের রোগের প্রাদুর্ভাব ঘটে। যেমন- পানিবাহিত রোগ: ডায়েরিয়া, ব্যাকটেরিয়াজনিত: টাইফয়েড সংক্রমন, কলেরা, প্যারাটাইফয়েড জ্বর, বেসিলারী আমাশয়, ভাইরাল সংক্রমণ (জন্ডিস), পোলিওমাইলিটিস হেপাটাইটিস সংক্রমণ, প্রোটোজল সংক্রমণ, অ্যামোবিক আমাশয় ইত্যাদি উল্লেখযোগ্য। পরিবেশ অধিদপ্তর বলছে, পরিস্থিতি উত্তরণে অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসকের নেতৃত্বে ভ্রাম্যমাান আদালত সহ রাঙ্গুনিয়ায় বিভিন্ন টিম এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন। কিন্তু এটাকেই যথেষ্ট মনে করছে না বিশেষজ্ঞরা। তারা বলছেন, পরিবেশ আইন ও আদালতের সীমিত এখতিয়ারের কারণে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের ভূমিকায় খুব একটা ফল মিলবে না। পরিবেশ দূষণ মানব সভ্যতার জন্য ভয়ংকর বিপদের পূর্বাভাস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে যেকোনো মূল্যে পরিবেশ দূষণ রোধ করার প্রয়োজন। জনসচেতেনতা সৃষ্টি সহ পরিবেশ দূষনের জন্য দায়ি বিভিন্ন সোর্সগুলো চিহ্নিত করে তা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এমণটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
 

Read More

রাঙ্গুনিয়ায় রাতব্যাপী ইবাদতের মধ্যে দিয়ে পবিত্র শবে বরাত পালিত

রাঙ্গুনিয়ায় রাতব্যাপী ইবাদতের মধ্যে দিয়ে পবিত্র শবে বরাত পালিত

জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি:: হাজার বছরের রাতের চেয়েও উত্তম রাত পবিত্র শবে বরাতের রজনী। দেশের অন্যান্য স্থানের ন্যায় রাঙ্গুনিয়ায়ও মুসলমানদের জন্য পরম সৌভাগ্যের এই রজনী পবিত্র শবে বরাত মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রাঙ্গুনিয়ার সর্বত্র ধর্ম প্রাণ মুসলিমরা আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ, দোয়া ও মিলাদ মাহফিলসহ নফল ইবাদত-বন্দেগি পালন করেছেন।
ফারসি শবেবরাত যার বাংলা অর্থ ‘সৌভাগ্যের রজনী’ কিংবা আরবীতে ‘লাইলাতুল বরাত’ আরবী মাসের ১৪ শাবান দিবাগত রাতটিকেই মুসলিম উম্মাহ্ শবে বরাত হিসেবে পালন করে থাকেন। হাজার বছরের চেয়ে উত্তম এই রাতে মহান আল্লাহ্ বান্দার আবেদন ও গুণাহ মাফ করার জন্য আসমানের সর্বশেষ পর্যায়ে এসে যান এবং অশেষ রহমতের দরজা খুলে দেন। তাই রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। 
পবিত্র এই রাত উপলক্ষ্যে রাঙ্গুনিয়ার বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মাজার সহ ধর্মীয় প্রতিষ্টান গুলোকে আলোকসজ্জাসহ সাজানো হয়েছে ভিন্ন সাজে। রাতব্যাপী বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে নির্ঘুম রাত কাটিয়েছেন মুসুল্লিরা। নামাজ শেষে আখেরি মোনাজাতসহ রাতব্যাপী লাইলাতুল বরাতের তাৎপর্য নিয়ে আলোচনা, ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। শেষ রাতে সেহরি খেয়ে পরের দিনটাকে কেউ কেউ রোজা রেখেও কাটাচ্ছেন। কথা হয়েছে এমন এক মুসুল্লির রাঙ্গুনিয়ার মধ্যম নোয়াগাঁও গাউসুল আজম জামে মসজিদে ইবাদত করতে আসা শত বৎসরের কাছাকাছি বৃদ্ধ হাজী জহির আহাম্মদ এর সাথে। তিনি জানান, বিগত জীবনের সব ভুল-ভ্রান্তি, পাপ-তাপের জন্য গভীর অনুশোচনায় মহান আল্লাহ তা’লার দরবারে সকাতরে ক্ষমা প্রার্থনা করার জন্য প্রতি বছরের মত এবারও ইবাদত করতে এসেছি। ভবিষ্যৎ জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর রহমত কামনা করে ঈমান নিয়ে যাতে শেষ নিশ্বাস ত্যাগ করতে পারি আল্লাহর কাছে তাই চাইব।
এদিকে শবে বরাত উপলক্ষে মুসলমানদের বাড়িতে সাধ্যানুযায়ী হালুয়া, পায়েস, রুটিসহ উপাদেয় খাবার রান্না করা হয়েছে। তাই রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজারে আলাদা ভীর লক্ষ্য করা গিয়েছে। কোন কোন ক্রেতা বিভিন্ন নিত্য পণ্যের বাড়তি দাম নিচ্ছেন বলে অভিযোগ করছেন। তাই রমজানের আগে এই পরিস্থিতি নিয়ে উদ্ধেগ প্রকাশ করছেন সাধারণ ক্রেতা সাধারণ।

Read More